Advertisement
২৫ এপ্রিল ২০২৪

লা লিগার ক্লাব হয়তো খেলবে ভারতে

লা লিগার কোনও ক্লাবকে খুব শীঘ্রই ভারতে এসে খেলতে দেখা যেতে পারে। বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের মতো ক্লাব হয়তো নয়, কিন্তু তার পরের ধাপেরই কোনও ক্লাবকে আনার চেষ্টা চলছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ০৪:৫২
Share: Save:

ভারতের সঙ্গে তাদের ফুটবল সম্পর্ক এখনও সে ভাবে গভীরে ঢোকেনি। প্রধানত ব্যাপারটা এত দিন দাঁড়িয়ে ছিল ভারতীয় সস্প্রচার বাজার ধরার প্রচেষ্টার ওপর। এ বার সেই ছবিটা বদলাতে পারে। লা লিগার আঁচ পাওয়া যেতে পারে ভারতীয় ফুটবলেও।

লা লিগার কোনও ক্লাবকে খুব শীঘ্রই ভারতে এসে খেলতে দেখা যেতে পারে। বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের মতো ক্লাব হয়তো নয়, কিন্তু তার পরের ধাপেরই কোনও ক্লাবকে আনার চেষ্টা চলছে। যারা ভারতে এসে দু’একটি প্রীতি ম্যাচ খেলে যেতে পারে। দিন কয়েকের ঝটিকা সফরে কলকাতায় এসেছেন লা লিগার ভারতীয় প্রতিনিধি (কান্ট্রি ম্যানেজার) হোসে কাশাজা। সোমবার আনন্দবাজারের সঙ্গে কথা বলার সময় তুলে ধরলেন ভবিষ্যৎ কিছু পরিকল্পনার কথা। হোসে বলে দিলেন, ‘‘আশা করছি, খুব তাড়াতাড়িই আমরা এই নিয়ে সরকারি ঘোষণা করতে পারব।’’ তবে লা লিগার কোন ক্লাব ভারতে আসতে পারে, তা নিয়ে মুখ খুলতে চাননি হোসে।

একই সঙ্গে ফুটবলের তৃণমূল স্তরেও কাজ করতে চায় লা লিগা। যে প্রকল্পের সঙ্গে জুড়ে যেতে পারে কলকাতার নামও। ‘‘আমাদের কাজটা এখন অনেকটাই দিল্লি-মুম্বই ভিত্তিক। আমরা জানি, ভারতের ফুটবল মানচিত্রে কলকাতার জায়গাটা কোথায়। তাই আমরা এই শহরে কিছু কাজ করতে চাই,’’ বলছিলেন হোসে। সেই প্রকল্পের চূড়ান্ত রূপায়ণের দিকেই এখন তাকিয়ে তিনি।

কী হতে পারে সেই প্রকল্প? ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের ফুটবল অ্যাকাডেমি আছে ভারতে। সে রকম কিছু কি? হোসে বলছেন, ‘‘ক্লাব হিসেবে নয়, আমরা এখানে লা লিগার হয়ে কাজ করছি। তা-ই যা হবে, সেটা লা লিগার ব্যানারেই হবে। আমরা এই দেশের কয়েকটি প্রধান শহরে ফুটবলের তৃণমূল স্তরে কিছু কাজ করতে চাই। কলকাতার নামও মাথায় আছে। এই নিয়ে কথাবার্তাও বলছি। কয়েক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। একটা ব্যাপারে নিশ্চিত থাকুন, কলকাতার জন্য আমরা কিছু করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

LaLiga Indian Football Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE