Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মেসির ভাবনায় বিশ্বকাপের ড্র

কাফু, গর্ডন ব্যাঙ্কস, দিয়েগো মারাদোনা-রা তো রয়েছেনই। হাজির হয়ে গিয়েছেন বর্তমান ফুটবল বিশ্বের তিন ‘পোস্টার বয়’ মেসি, রোনাল্ডো ও নেমার।

প্রস্তুতি: বিশ্বকাপ ড্রয়ের জন্য তৈরি হচ্ছে রাশিয়া। ছবি: এএফপি।

প্রস্তুতি: বিশ্বকাপ ড্রয়ের জন্য তৈরি হচ্ছে রাশিয়া। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ০৪:৪০
Share: Save:

অপেক্ষা মাত্র চব্বিশ ঘণ্টা! তার পরেই লেভ ইয়াসিন, বেলানভ-দের দেশে সম্পন্ন হতে চলেছে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ বিন্যাসের ড্র। যে উপলক্ষ্যে মস্কোতে ইতিমধ্যেই হাজির হয়ে গিয়েছেন ফুটবল বিশ্বের নক্ষত্ররা! কাফু, গর্ডন ব্যাঙ্কস, দিয়েগো মারাদোনা-রা তো রয়েছেনই। হাজির হয়ে গিয়েছেন বর্তমান ফুটবল বিশ্বের তিন ‘পোস্টার বয়’ মেসি, রোনাল্ডো ও নেমার।

ফলে শুক্রবার চোখের সামনেই মেসি, রোনাল্ডো, নেমার-রা দেখবেন বিশ্বকাপে তাঁদের প্রতিদ্বন্ধী কারা হতে চলেছে। বিশ্বকাপের ড্র নিয়ে রোনাল্ডো বলছেন, ‘‘আমার কোনও টেনশন নেই। কিছু টিম হয়তো অন্য টিমগুলোর চেয়ে বেশি শক্তিশালী। কিন্তু মাঠে নামার আগে সবাই তৈরি হয়ে যাবে।’’ ক্লাব ফুটবলে রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি অবশ্য এতটা হাল্কা মেজাজে নেই। তিনি বলছেন, ‘‘মনে মনে নিজেই একটা লটারি করে রেখেছি, কারা আর্জেন্তিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে, এটা ভেবে।’’ আর ব্রাজিলের নেমার ফুরফুরে মেজাজে বলে দিয়েছেন, ‘‘আমরা যে কোনও দলের বিরুদ্ধে খেলার জন্য তৈরি রয়েছি।’’

বাছাই পর্বের খেলা শেষ হয়ে গিয়েছে গত মাসেই। তার ফলে গোটা বিশ্ব ইতিমধ্যেই জেনে গিয়েছে অংশগ্রহণকারী ৩২ টা দেশের নাম। জানা হয়ে গিয়েছে, ম্যাসকট ‘জাবিভাকা’ বা বিশ্বকাপের বল টেলস্টার ১৮। কিন্তু জানা নেই, বিশ্বকাপের কোন গ্রুপে কে রয়েছে বা ১৪ জুন মস্কো-তে প্রথম ম্যাচে আয়োজক দেশ রাশিয়ার প্রথম প্রতিপক্ষ কোন দেশ।

বিশ্বকাপের সেই গ্রুপ ও ক্রীড়াসূচি ঠিক করতেই শুক্রবার মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে ভারতীয় সময় রাত সাড়ে আটটায় শুরু হচ্ছে বিশ্বকাপের লটারি।

তবে এ বার গ্রুপ বিন্যাস করতে গিয়ে লটারি হয়, তা আগের বারের চেয়ে আলাদা। এ বার ৩২ টি টিমকে চারটি পাত্রে রাখা হচ্ছে চলতি বছরের অক্টোবর মাসে র‌্যাঙ্কিং অনুযায়ী। প্রথম পাত্রে থাকছে রাশিয়া, জার্মানি, ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্তিনা, বেলজিয়াম, পোল্যান্ড ও ফ্রান্স। এদেশের মধ্যে রাশিয়া থাকছে কেবল আয়োজক দেশ হিসেবে। বাকি দলগুলো স্থান করে নিয়েছে অক্টোবর মাসের ফিফা র‌্যাঙ্কিং-এর ভিত্তিতে।

ড্র-এর পুরোভাগে থাকছেন প্রাক্তন ইংল্যান্ড বিশ্বকাপার গ্যারি লিনেকার এবং রাশিয়ান সাংবাদিক মারিয়া কোমান্দনায়া। এ ছাড়াও ট্রফি নিয়ে মঞ্চে ঢুকবেন মিরোস্লাভ ক্লোসে, লরা ব্লাঁ, কাফু, ফাবিও কানাভারো, দিয়েগো ফোরলান-সহ বিশ্বকাপের প্রাক্তন তারকারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE