চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরে ভারতীয় ক্রিকেটারদের সামনে এখন একটা নতুন সফর। তবে কাগজে কলমে দেখলে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অনেক বেশি এগিয়ে থেকে সিরিজে খেলতে নামবে ভারত।
ভারতীয় টিম ম্যানেজমেন্টের উচিত ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণ ক্রিকেটারদের এই সিরিজে সুযোগ দেওয়া। বিভিন্ন রকমের কম্বিনেশনও পরখ করে দেখতে পারে ভারত। এই ধরনের সিরিজ ঋষভ পন্থদের মতো তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক আঙিনায় তুলে ধরার জন্য আদর্শ। এটাও বুঝে নেওয়া যাবে, আন্তর্জাতিক মঞ্চে কী ভাবে মানিয়ে নিচ্ছে এই তরুণ ক্রিকেটাররা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরো বসে থাকল অজিঙ্ক রাহানে। কিন্তু চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজে রোহিত শর্মা না থাকায় রাহানেকে ওপেন করতে দেখা যাবে বলে মনে হয়। সীমিত ওভারের ক্রিকেটেও যে ও যথেষ্ট ভাল, সেটা বোঝানোর জন্য এই সিরিজটা কাজে লাগাক অজিঙ্ক। ওকে আর একটা ব্যাপারও মাথায় রাখতে হবে। ওর নিজের গেমপ্ল্যানটা কী। সেটা ঠিক করে নেওয়ার পরে সেই গেমপ্ল্যান অনুযায়ী খেলতে হবে। অজিঙ্কের দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু মাঝে মাঝে ওকে বেশ বিভ্রান্ত দেখিয়েছে। তার জন্য ওকে দোষ দিতে চাই না। আসলে ওয়ান ডে-তে এত বার ওকে বাইরে বসতে হয়েছে, যে ও নিজেও বিভ্রান্ত হয়ে পড়ছে।