Advertisement
২৪ এপ্রিল ২০২৪
IPL 2018

আইপিএলের সেরা পাঁচ স্কোরের তালিকায় নাইটরা চারে

এক ঝলকে দেখা নেওয়া যাক আইপিএলের কয়েকটি সেরা স্কোর।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ মে ২০১৮ ১৪:২৩
Share: Save:
০১ ০৬
পঞ্জাবের বিরুদ্ধে ঝড় তুলে একাদশতম আইপিএলে নিজেদের আশা টিকিয়ে রাখল কলকাতা। নারাইন, রাসেল, কার্তিকদের ব্যাটে ভর করে ২৪৫ রানের বিশাল স্কোর করে নাইটরা। পরিসংখ্যানের হিসেবে এটি আইপিএল-এ চতুর্থ সেরা স্কোর। এক ঝলকে দেখা নেওয়া যাক আইপিএলের কয়েকটি সেরা স্কোর।

পঞ্জাবের বিরুদ্ধে ঝড় তুলে একাদশতম আইপিএলে নিজেদের আশা টিকিয়ে রাখল কলকাতা। নারাইন, রাসেল, কার্তিকদের ব্যাটে ভর করে ২৪৫ রানের বিশাল স্কোর করে নাইটরা। পরিসংখ্যানের হিসেবে এটি আইপিএল-এ চতুর্থ সেরা স্কোর। এক ঝলকে দেখা নেওয়া যাক আইপিএলের কয়েকটি সেরা স্কোর।

০২ ০৬
সেরা স্কোরটি রয়েছে আরসিবির দখলে। ২০১৩ সালের ২৩ এপ্রিল পুণে ওয়ারিয়সের বিরুদ্ধে তারা ২৬৩ রান করেছিল পাঁচ উইকেটে।

সেরা স্কোরটি রয়েছে আরসিবির দখলে। ২০১৩ সালের ২৩ এপ্রিল পুণে ওয়ারিয়সের বিরুদ্ধে তারা ২৬৩ রান করেছিল পাঁচ উইকেটে।

০৩ ০৬
২০১৬-এর আইপিএল-এ এই আরসিবি’র হাত ধরেই দ্বিতীয় সর্বোচ্চ রানটি আসে। সে সময় গুজরাত লায়ন্সের বিরুদ্ধে মাত্র তিন উইকেটে ২৪৮ রান করেছিল।

২০১৬-এর আইপিএল-এ এই আরসিবি’র হাত ধরেই দ্বিতীয় সর্বোচ্চ রানটি আসে। সে সময় গুজরাত লায়ন্সের বিরুদ্ধে মাত্র তিন উইকেটে ২৪৮ রান করেছিল।

০৪ ০৬
তৃতীয় সর্বোচ্চ রানটি এসেছিল চেন্নাই সুপার কিংসের হাত ধরে। ২০১৩ সালে তারা করেছিল ২৪৬ রান। বেঙ্গালুরুর বিরুদ্ধে এই রান করেছিল চেন্নাই।

তৃতীয় সর্বোচ্চ রানটি এসেছিল চেন্নাই সুপার কিংসের হাত ধরে। ২০১৩ সালে তারা করেছিল ২৪৬ রান। বেঙ্গালুরুর বিরুদ্ধে এই রান করেছিল চেন্নাই।

০৫ ০৬
আইপিএল-এর ইতিহাসে চতুর্থ সেরা স্কোরটি এল নারাইনদের ব্যাটে ভর করে। পঞ্জাবের বিরুদ্ধে তারা করে ছয় উইকেটে ২৪৫ রান।

আইপিএল-এর ইতিহাসে চতুর্থ সেরা স্কোরটি এল নারাইনদের ব্যাটে ভর করে। পঞ্জাবের বিরুদ্ধে তারা করে ছয় উইকেটে ২৪৫ রান।

০৬ ০৬
আর পঞ্চম সেরা রানটি রয়েছে ধোনির সুপার কিংসের দখলে। ২০০৮-এর আইপিএল-এ পঞ্জাবের বিরুদ্ধে তারা করেছিল ২৪০ রান।

আর পঞ্চম সেরা রানটি রয়েছে ধোনির সুপার কিংসের দখলে। ২০০৮-এর আইপিএল-এ পঞ্জাবের বিরুদ্ধে তারা করেছিল ২৪০ রান।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE