ভারতের কাছে ওয়ান ডে সিরিজে একপেশে হেরেই চলেছে শ্রীলঙ্কা। তিনি নিজে অধিনায়ক ছিলেন বৃহস্পতিবারের ম্যাচে। সেখানেও বড় হার জুটেছে। লাসিথ মালিঙ্গার মুখে অবসরের ভাবনা।
সিরিজ ০-৪ হয়ে যাওয়ার পরে সাংবাদিকদের তিনি বলে দিলেন, ‘‘পায়ের চোট সারিয়ে ১৯ মাস পরে মাঠে ফিরে ভাল পারফরম্যান্স করতে পারছি না। এই সিরিজের পরেই আমাকে দেখতে হবে কোথায় দাঁড়িয়ে রয়েছি। তার পরেই বুঝতে পারব আর কত দিন খেলতে পারব।’’ আরও বলেছেন, ‘‘প্রথমে দেখতে হবে ক’টা ম্যাচ খেলতে পারব। যদি সাফল্য না আসে, তা হলে দেখতে হবে আমার শরীরের অবস্থা কী আর আমার কাছে দল কী চাইছে। যদি না পারি, তা হলে খুশি হয়েই অবসর নেব।’’
ক্রিকেট দুনিয়ায় ‘স্লিঙ্গা মালিঙ্গা’ হিসেবে যে রকম ত্রাস সৃষ্টি করতেন এক সময়, এখন তা আর করতে পারছেন না। চলতি সিরিজে চার ম্যাচে মাত্র দু’উইকেট পেয়েছেন তিনি। ওয়ান ডে ক্রিকেটে যিনি ম্যাচে চার বা তার বেশি উইকেট নিয়েছেন ১৬বার, সেই মালিঙ্গাকে এই অবস্থায় দেখে শুধু শ্রীলঙ্কা নয়, বিস্মিত গোটা ক্রিকেট দুনিয়া। হতাশ তিনি নিজেও। বলেন, ‘‘দলকে ম্যাচ জেতাতে না পারলে আর আমার অভিজ্ঞতার কী দাম? তিন-চার মাসে নিজেকে আগের জায়গায় ফিরিয়ে আনতে পারি কি না, দেখব।’’