দুর্ভেদ্য দাভিদ দ্য হিয়া!
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে রিয়াল মাদ্রিদ-বধ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-হীন রিয়াল সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল। কিন্তু গতির বিরুদ্ধে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে জেসে লিংগার্ড গোল করে এগিয়ে দেন ম্যান ইউকে। তবে গোলের আসল নায়ক অ্যান্থনি মার্শিয়াল। বাঁ দিকের উইং দিয়ে উঠে রিয়ালের তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে পেনাল্টি বক্সে ঢুকে পাস দেন ফাঁকায় দাঁড়ানো লিংগার্ডকে। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে মার্শিয়ালের উচ্ছ্বসিত প্রশংসা করে ম্যান ইউ ম্যানেজার জোসে মোরিনহো বলেছেন, ‘‘মার্শিয়াল দারুণ ফর্মে ছিল বলেই ৯০ মিনিট ওকে মাঠে রেখেছিলাম। তবে শুধু ভাল খেললেই হবে না, মার্শিয়ালকে ধারাবাহিকতা দেখাতে হবে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘সবচেয়ে ইতিবাচক হচ্ছে, খেলাটা ও দারুণ উপভোগ করেছে। যা ওর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। তবে মার্শিয়ালের বয়স কম। ওকে আরও সময় দিতে হবে।’’