Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Leonel Messi

মেসির অবসর নিয়ে বিতর্কিত মন্তব্য মারাদোনার

আবার মেসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য মারাদোনার। কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছিলেন লিওনেল মেসি। কিন্তু সেই সিদ্ধান্তে বেশিদিন টিকে থাকতে পারেননি মেসি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ২১:৪৩
Share: Save:

আবার মেসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য মারাদোনার। কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছিলেন লিওনেল মেসি। কিন্তু সেই সিদ্ধান্তে বেশিদিন টিকে থাকতে পারেননি মেসি। সেদিন মেসি বলেছিলেন, ‘‘আজই শেষ হল জাতীয় দলে আমার খেলা। এটা আমার জন্য নয়। আমার মনে হয় এটাই সবার জন্য ঠিক। এটাই সিদ্ধান্ত।’’ কোপা ফাইনাল নিয়ে তিনটি ফাইনালে হার সেই সময় মেনে নিতে পারেননি মেসি। বিশ্বকাপ ও ২০১৫র কোপা ফাইনাল এই চিলির বিরুদ্ধেই। কিন্তু মারাদোনা মনে করছেন পুরো ব্যাপারটিই মঞ্চস্থ করা হয়েছিল। মারাদোনা বলেন, ‘‘ও অকারণেই উত্যক্ত হয়েছিল। এ ছাড়া হারের জন্য তাঁকে কেউ দোষারোপ করেনি। তাহলে কেন মেসি অবসর ঘোষণা করল? ও দুম করে একটা কথা বলে দিল সবাইকে হতাশ করে।’’

এই মাসের শুরুতেই আবার মেসি জানিয়ে দেন তিনি ফিরছেন জাতীয় দলে। দেশের কোচ এডগার বাউজা তাঁকে আবার জাতীয় দলের জার্সি পরতে বাধ্য করেন। তার পরই মেসি জানান, ‘‘ফাইনালের দিন আমার মাথায় অনেক কিছুই ঘুরছিল। আমি আমার দেশকে ভালবাসি আর সে কারণে সত্যিই চেয়েছিলাম জাতীয় দলের জার্সি খুলে রাখতে।’’ যদিও এক সাক্ষাৎকারে মারাদোনা বলেন, ‘‘আমি জানি না এটা বোঝানোর জন্যই এই বিষয়টি ঘটানো হয়েছিল কী না যে তিনটি ফাইনাল হেরেছে মেসি। কিন্তু আমরা বড় ব্যবধানে হারিনি।’’ যা খবর বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচেই দেশের জার্সিতে ফিরছেন তিনি। আগামী ১ ও ৬ সেপ্টেম্বর উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলবে আর্জেন্তিনা।

আরও খবর

ফিফা ফ্রেন্ডলির জন্য দল ঘোষণা কনস্টানটাইনের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Leo Messi Maradona Argentina
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE