Advertisement
১৮ এপ্রিল ২০২৪
ইংলিশ প্রিমিয়ার লিগ// ম্যান ইউনাইটেড ২ : লিভারপুল ১

র‌্যাশফোর্ডের জোড়া গোলে ডার্বি জয়ী ম্যান ইউনাইটেড

বার্নলির বিরুদ্ধে ২৬ ডিসেম্বর বক্সিং ডে-তে শেষ বার প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন র‌্যাশফোর্ড। প্রায় তিন মাস পরে প্রথম দলে ফিরেই নায়ক ২০ বছর বয়সি ইংল্যান্ড জাতীয় দলের স্ট্রাইকার। রোমেলু লুকাকু-র পাস থেকে ১৪ মিনিটে প্রথম গোল করেন র‌্যাশফোর্ড।

লিভারপুলের বিরুদ্ধে দুরন্ত র‌্যাশফোর্ড। শনিবার। ছবি: এএফপি

লিভারপুলের বিরুদ্ধে দুরন্ত র‌্যাশফোর্ড। শনিবার। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ মার্চ ২০১৮ ০৪:২৭
Share: Save:

দুরন্ত মার্কাস র‌্যাশফোর্ড। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে লিভারপুলের বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ডার্বিতে জোড়া গোল করে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা।

বার্নলির বিরুদ্ধে ২৬ ডিসেম্বর বক্সিং ডে-তে শেষ বার প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন র‌্যাশফোর্ড। প্রায় তিন মাস পরে প্রথম দলে ফিরেই নায়ক ২০ বছর বয়সি ইংল্যান্ড জাতীয় দলের স্ট্রাইকার। রোমেলু লুকাকু-র পাস থেকে ১৪ মিনিটে প্রথম গোল করেন র‌্যাশফোর্ড। দশ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল। এ বার খুয়ান মাতা-র পাস থেকে গোল করেন তিনি। প্রথম একাদশে জায়গা না পালেও জোড়া গোলের পরে উচ্ছ্বসিত র‌্যাশফোর্ড বলেছেন, ‘‘মোরিনহো বলেছিলেন, চাপমুক্ত হয়ে খেললেই সাফল্য পাবে।’’ তবে ম্যাচের সেরা অবশ্য হলেন লুকাকু।

শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ইপিএল ডার্বিতে আকর্ষণের কেন্দ্রে ছিল জোসে মোরিনহো বনাম য়ুর্গেন ক্লপ দ্বৈরথও। ম্যান ইউনাইটেড-কে টপকে লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠে আসার লক্ষ্য ছিল লিভারপুলের। ৪-৩-৩ ফর্মেশনে ক্লপ দল সাজিয়েছিলেন। আর ম্যাচের আগে মোরিনহোর স্ট্র্যাটেজি দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন। ফরোয়ার্ডে শুধু একা লুকাকু। রহস্যজনক ভাবে আঠারো জনের তালিকায় নেই পল পোগবা। ম্যাচ শুরু হওয়ার আগে মোরিনহোর ব্যাখ্যা, ‘‘শুক্রবার অনুশীলনে চোট পেয়েছে পোগবা। তাই ওকে দলে রাখা হয়নি। পোগবা কবে মাঠে ফিরবে জানি না।’’

লুকাকু-র‌্যাশফোর্ড যুগলবন্দিতে ১৪ মিনিটে ম্যান ইউনাইটেড এগিয়ে যাওয়ার পরে ছন্দ নষ্ট হয়ে যায় লিভারপুলের। যদিও হারের জন্য রেফারিকেই কাঠগড়ায় তুললেন লিভারপুল ম্যানেজার। ক্লপ বলেছেন, ‘‘সাদিও মানে-কে বক্সের মধ্যে ফাউল করেছে মারুয়ান ফেলাইনি। অথচ রেফারি ন্যায্য পেনাল্টি থেকে আমাদের বঞ্চিত করলেন। এই ধরনের ম্যাচে রেফারির একটা ভুল সিদ্ধান্তই ম্যাচের রং বদলে দেয়।’’ দ্বিতীয়ার্ধে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠেন ফির্মিনহো-রা। লিভারপুলের আক্রমণের ঝড় সামলাতে গিয়ে ৬৮ মিনিটে নিজের গোলেই বল ঢুকিয়ে দেন ম্যান ইউনাইটেড ডিফেন্ডার এরিক বেইলি। ক্লপ বলছেন, প্রথমার্ধে গোল শোধ করতে পারলে হয়তো ম্যাচটা অন্য রকম হতো।’’

মোরিনহো অবশ্য লিভারপুলকে হারিয়েও খুব একটা উচ্ছ্বসিত নন। ৩০ ম্যাচ ৬৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকা ম্যান ইউনাইটেড ম্যানেজার বলেছেন, ‘‘প্রথম থেকেই আমাদের লক্ষ্য ছিল, ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখা।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক খেলতে লিভারপুল আমাদের বাধ্য করছে। যদিও ওরা সে ভাবে আতঙ্ক ছড়াতে পারেনি। কারণ, ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের দখলেই ছিল। যোগ্য দল হিসেবেই আমরা জিতেছি।’’

জয়ী চেলসি: ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ঘরের মাঠে ২-১ গোলে জিতল চেলসি। ম্যাচের ২৫ মিনিটের মাথায় চেলসিকে এগিয়ে দেয় ব্রাজিলীয় তারকা উইলিয়ান। ৩২ মিনিটে আত্মঘাতী গোল করেন ক্রিস্টাল প্যালেসের মার্টিন কেলি। ৯১ মিনিটে গোল করেন ক্রিস্টাল প্যালেসের প্যাট্রিক ফান অ্যানহোল্ট। এ দিন ইংলিশ প্রিমিয়ার লিগের ২০০তম ম্যাচ খেললেন চেলসির এডেন অ্যাজার। পাশাপাশি ম্যাচের শুরু থেকেই অলিভিয়ের জিহু-কে খেলিয়েছেন চেলসি ম্যানেজার আন্তোনিও কন্তে।

নেমারকে নিয়ে প্রশ্ন :নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র) নাকি বার্সেলোনায় ফিরতে চান। স্প্যানিশ সংবাদমাধ্যমের এই খবরকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বে। চব্বিশ ঘণ্টার মধ্যে নাটকীয় ভাবে বদলে গেল ছবিটা। ব্রাজিলীয় তারকার প্রত্যাবর্তন চান না বার্সেলোনার সমর্থকরাই!

স্পেনের একটি সংবাদমাধ্যম আয়োজিত ভোটে নেমারের প্রত্যাবর্তনের বিরুদ্ধেই রায় দিয়েছেন বার্সার ৬৭ শতাংশ সমর্থক!

এই মরসুমেই চুক্তি ভেঙে বার্সা ছেড়ে প্যারিস সঁ জারমঁ (পিএসজি)-তে যোগ দিয়েছেন ব্রাজিল তারকা। বার্সা সমর্থকরা যে এখনও সেই ক্ষোভ ভোলেননি, নির্বাচনের ফল থেকেই স্পষ্ট। এক বার্সা ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘কোনও ক্লাবই ৪০০ মিলিয়ন ডলার দিয়ে নেমারকে কিনবে না। ফুটবল নয়, নেমারের ভালবাসা শুধু অর্থের প্রতি।’ আর এক সমর্থক লিখেছেন, ‘ওর যা যোগ্যতা, তার চেয়ে অনেক বেশি অর্থ দেওয়া হচ্ছে। এতে ক্ষতি হচ্ছে ফুটবলেরই।’ পিএসজি-তে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই বিতর্কে জড়ান নেমার। কাভানির সঙ্গে পেনাল্টি মারা নিয়েও ঝামেলা হয় তাঁর। সম্প্রতি ফরাসি লিগে মার্সেই-এর বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে পায়ের পাতার হাড় ভাঙে নেমারের। ব্রাজিলে অস্ত্রোপচারের পরে এখন তিনি রিহ্যাবে ব্যস্ত। সংশয় তৈরি হয়েছে নেমারের বিশ্বকাপে খেলা নিয়েও। এর মধ্যেই অবশ্য নেমারকে নেওয়ার জন্য আসরে নেমেছে রিয়াল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE