উইকেটরক্ষক ছাড়া মাঠে আর কাউকে গ্লাভস পরতে দেখেছেন কখনও? ম্যাচে উইকেটরক্ষক ছাড়া কেউ গ্লাভস পরলে কী হয় জানা আছে?
অনেকের মতোই জবাবটা জানতেন না অজি ক্রিকেটার ম্যাট রেনশোও। আর রেনশোর এই না জানাটাই প্রায় বিপদ ডেকে এনেছিল তাঁর দল কুইন্সল্যান্ডের কাছে। মাঠের মধ্যে উইকেটরক্ষকের গ্লাভস পরে রেনশো বল ধরায় শেফিল্ড শিল্ডের ম্যাচে পাঁচ রান পেনাল্টি দিতে হল কুইন্সল্যান্ডকে। রেনশোর দল কুইন্সল্যান্ড ম্যাচটি খেলছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ঘটনাটি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্কোয়্যার লেগে বল মারলে নিজের একটি গ্লাভস মাটিতে ফেলে দৌড়ে সেই বল চেজ করেন কুইন্সল্যান্ড উইকেটরক্ষক জিমি পিয়ারসন।