Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sports News

এ বার সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে মেহেদি উৎসব

অফ স্পিনার নয়, টেস্ট দলে তাঁকে নেওয়া হয়েছিল অল রাউন্ডার হিসাবে। অথচ ইংল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১৯ উইকেট পেয়েছেন তিনি। সেই পারফরম্যান্সের জেরে মেহেদি হাসান মিরাজ হয়েছিলেন ম্যান অব দ্য সিরিজও।

মেহদি হাসান মিরাজ। ছবি: এপি।

মেহদি হাসান মিরাজ। ছবি: এপি।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ১৯:০৭
Share: Save:

অফ স্পিনার নয়, টেস্ট দলে তাঁকে নেওয়া হয়েছিল অল রাউন্ডার হিসাবে। অথচ ইংল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১৯ উইকেট পেয়েছেন তিনি। সেই পারফরম্যান্সের জেরে মেহেদি হাসান মিরাজ হয়েছিলেন ম্যান অব দ্য সিরিজও। এ বার টি২০ ক্রিকেটে প্রথম বারের জন্য ম্যান অব দ্য ম্যাচ হলেন তিনি।

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং-এও যথেষ্ট ভাল ১৯ বছরের মিরাজ। এ বছরের জানুয়ারি-ফেব্রয়ারিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব১৯ বিশ্বকাপে ১২ উইকেট নেওয়ার পাশাপাশি ২৪২ রান করেছিলেন। মিডল অর্ডারে ব্যাটিং-এর দায়িত্বও নিয়েছিলেন। কিন্তু, নিজের টেস্ট অভিষেক সিরিজে ১৯ উইকেট নিলেও ব্যাটিংয়ে রীতিমতো ব্যর্থ হয়েছিলেন মিরাজ। ৪ ইনিংসে মাত্র ৫ রান। কিন্তু, সোমবার রাতে রংপুর রাইডার্স বোলারদের তোপে কেঁপে ওঠা রাজশাহি কিংস ৮ নম্বরে মিরাজকে ব্যাট করতে পাঠায়। ইনিংসের শেষ ওভারে রংপুর রাইডার্সের পেস বোলার রুবেলকে প্রথম বলে স্কুপ শটে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মারেন মিরাজ। পরের বলকে লং অনের উপর দিয়ে বাউন্ডারি রোপের বাইরে ফেলে দেন। ৩৩ বলে ৩টি চার ১টি ছক্কায় ৪১ রানের হার না মানা ইনিংসে তিনি দলকে স্বস্তি দিয়েছেন। যিনি আগের সাতটি ইনিংসে সর্বসাকুল্যে মাত্র ২০ রান করেছেন, সেই মিরাজ যেন ফিরে পান ব্যাটিং ছন্দ। এমন ব্যাটিংয়ে অবশ্য মিরাজকে উদ্বুদ্ধ করেছেন তাঁর পার্টনার ফারহাদ রেজা। শেষ ৩০ বলে দলের ঝুলিতে ৫৪ রান তুলেছেন ফরহাদ রেজা। অষ্টম উইকেট জুটিতে ৬৪ বলে ৮৫ রানের এই পার্টনারশিপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ রেকর্ড। ১২৮/৭ পুঁজি নিয়ে লড়াইটা চালিয়ে গিয়েছেন মিরাজ।

তাঁর দুই ওভারের একমাত্র স্পেলটিতে ( ২-০-১২-২) ম্যাচ জয়ের আবহ পেয়েছে রাজশাহি কিংস। বিপিএলে এর আগেও ২ উইকেট আছে তাঁর ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। তবে টোয়েন্টি-২০ ক্রিকেটে কেরিয়ারের সেরা ব্যাটিংয়ের পাশাপাশি এই বোলিংটাও সেরা। অধিনায়ক ড্যারেন সামির অনুপ্রেরণায় ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরতে পেরেছেন বলে জানিয়েছেন মিরাজ। তাঁর কথায়, ‘‘আমি খারাপ করলেও স্যামি বলেন, তুমিই রাজশাহির কিং। তুমিই চ্যাম্পিয়ন। তাই আজ চ্যাম্পিয়ন হয়েছি।’’

আরও খবর

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিক্সিংয়ের অভিযোগ আনলেন আফ্রিদির টিমমেট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mehdi Hassan Miraz BPL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE