মিলখা সিংহের প্রয়াণে শোকস্তব্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইটারে তাঁর শোক বার্তায় মিলখাকে ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ বলেছেন সৌরভ।
টুইটারে সৌরভ লিখেছেন, ‘খবরটা পেয়ে আমি অত্যন্ত মর্মাহত। ওঁর আত্মার শান্তি কামনা করি। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ। আপনি ভারতের তরুণদের খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখিয়েছেন। আপনাকে খুব কাছ থেকে জানার সৌভাগ্য আমার হয়েছে।’
টুইটারে কিংবদন্তি এই অ্যাথলিটের একটি সাদা-কালো ছবিও দেন সৌরভ। সেই ছবির পাশে লেখা ‘মিলখা সিংহ: ১৯২৯-২০২১।’
Extremely saddened by this news ..RIP ,India's one of the greatest sportsman..you have made young Indians dream of becoming an athlete..had the privilege of knowing you so closely .. pic.twitter.com/mbEk9WPDBd
— Sourav Ganguly (@SGanguly99) June 19, 2021
শুক্রবার রাতে চণ্ডিগড়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অলিম্পিয়ান মিলখা। গত ২০ মে কোভিডে আক্রান্ত হন। তারপর দু’বার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। গত বৃহস্পতিবার তাঁর শেষ করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। কিন্তু শেষ রক্ষা হয়নি।