মাত্র তেইশ বছর বয়সেই অবসর সরণীতে ঢুকে পড়লেন মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা সাঁতারু মিসি ফ্র্যাঙ্কলিন। পাঁচটি অলিম্পিক সোনার মালকিন মিসি বৃহস্পতিবার নিজের অবসরের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন টুইট করে। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতে গোটা সাঁতার দুনিয়াকে চমকে দিয়েছিলেন মিসি। তখন তাঁর বয়স ছিল মাত্রই ১৭ বছর।
যারমধ্যে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে মিসি সোনা জিতেছিলেন বিশ্বরেকর্ড গড়ে। যে রেকর্ড টানা ছয় বছর ধরে অক্ষত ছিল। সেই বছরই বিশ্বের সেরা সাঁতারুর পুরস্কারও পেয়েছিলেন মিসি। এত কম বয়সে কেন সরে গেলেন? কারণ হিসেবে মিসি জানিয়েছেন, কাঁধের চোটই তাঁর বর্ণময় কেরিয়ারে যবণিকা টেনে দিল।
টানা তিন বছর ধরে চোটের ধাক্কায় আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক আসরে সেভাবে নামতেই পারেননি। লন্ডন গেমসে ব্যক্তিগত পর্যায়ে দুটি সোনা জয়ের পাশাপাশিই দলগত বিভাগেও দুটি সোনার পদক গলায় ঝোলান মিসি। চারবছর পর রিও অলিম্পিকে কাঁধের চোট নিয়েও পুলের লড়াইয়ে দেশের হয়ে নেমেছিলেন। তবে, নামমাত্র একটি দলগত বিভাগের সোনা ছাড়া আর কিছুই জোটেনি।