কোচ সঞ্জয় সেনের নজিরবিহীন শাস্তির প্রতিবাদে উত্তাল মোহনবাগান শিবির। সনি নর্ডি থেকে লুসিয়ানো, শিল্টন পাল থেকে প্রণয় হালদার— দলের প্রত্যেকে পাশে দাঁড়িয়েছেন কোচের।
সঞ্জয় নিজে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন। শাস্তি সংক্রান্ত বিষয়টি সযত্নে এড়িয়ে যেতে চাইছেন এই বলে, ‘‘অ্যাপিল করা হবে ঠিকই। তবে কী ভাবে হবে, কবে করা হবে, এ সব ক্লাব-কর্তাদের সঙ্গে শনিবার আলোচনা করে সিদ্ধান্ত নেব। এই নিয়ে এখন কিছু বলতে পারব না।’’ আসলে বাগান কোচ চাইছেন না, তাঁর সাসপেনশনের কোনও প্রভাব পড়ুক আই লিগে সবার আগে থাকা টিমের ফুটবলারদের উপর।
এই মুহূর্তে মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এক নম্বরে রয়েছে। এএফসি কাপের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে। এহেন পরিস্থিতিতে ফেডারেশনের বিরুদ্ধে মুখ খোলার শাস্তি হিসেবে সঞ্জয়কে আট ম্যাচ নির্বাসন-সহ দশ লক্ষ টাকা জরিমানা যে করা হয়েছে, সেটা মানতে পারছেন না সবুজ-মেরুন ফুটবলাররা। শুক্রবার প্র্যাকটিসের পর সনিকে এই প্রসঙ্গে প্রশ্ন করায় শান্ত স্বভাবের হাইতি স্ট্রাইকারও ক্ষোভ চেপে রাখতে পারলেন না। ‘‘আমাদের কোচের এত বড় শাস্তি হওয়ার কোনও মানে নেই। কোচ এমন কিছু বলেননি যার জন্য এত কঠিন শাস্তি পেতে হবে। কলকাতায় গতবার থেকে খেলছি। ফেডারেশনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে দেখেছি। এ বার আমাদের কোচের সঙ্গে যেটা হল, ঠিক হল না।’’