Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sports News

প্রথম শ্রেনীর ক্রিকেটে ডবল সেঞ্চুরির রেকর্ড পূজারার

ভারতের হয়ে শ্রীলঙ্কা সফরের পর চেতেশ্বর পূজারা নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি খেলছিলেন। কিন্তু কাউন্টিতে তেমনভাবে সাফল্য আসেনি। ছয় ইনিংসে তাঁর ঝুলিতে এসেছে মাত্র ৯৮ রান।

চেতেশ্বর পূজারা। —ফাইল চিত্র।

চেতেশ্বর পূজারা। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ২২:২০
Share: Save:

হোক না রঞ্জি ট্রফির ম্যাচ। কিন্তু এখান থেকেই তো উঠে আস ভারতীয় ক্রিকেটাররা আর এখান থেকেই ছিটকে গিয়ে আবার ঘুরে দাঁড়ায়। ঠিক তেমনই এক ঘুরে দাঁড়ানোর ম্যাচে রেকর্ড করে ফেললেন চেতেশ্বর পূজারা। নিজের নামের পাশে লিখে নিলেন ১২টি ডবল সেঞ্চুরি। ছাপিয়ে গেলেন বিজয় মার্চেন্টকে।

আরও পড়ুন

আইসিসির নিয়ম মেনেই ডাগ আউটে ওয়াকি টকি ব্যবহার বিরাটের

দ্বিতীয় দিন সৌরাষ্ট্রর হয়ে পূজারা থেমেছিলেন ১২৫ রানে। প্রতিপক্ষ ছিল ঝাড়খণ্ড। তৃতীয় দিন নেমে মার্চেন্টে ১১টি ডবল সেঞ্চুরির রেকর্ডকে ছাপিয়ে গেলেন পূজারা। ৩৫৫ বলে পূজারার ২০৪ রানের ইনিংস সাজানো ছিল ২৮টি বাউন্ডারি দিয়ে। ১০টি ডবল সেঞ্চুরি রয়েছে রাহুল দ্রাবিড়, সুনীল গাওস্কর ও বিজয় হাজারের।

ভারতের হয়ে শ্রীলঙ্কা সফরের পর চেতেশ্বর পূজারা নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি খেলছিলেন। কিন্তু কাউন্টিতে তেমনভাবে সাফল্য আসেনি। ছয় ইনিংসে তাঁর ঝুলিতে এসেছে মাত্র ৯৮ রান। কিন্তু রঞ্জির প্রথম দুই ইনিংসে ৩৫ ও ১৩ করার পর সরাসরি ডবল সেঞ্চুরি হাঁকিয়ে বসলেন ভারতের এই ব্যাটসম্যান। পূজারার ডবল সেঞ্চুরির সৌজন্য ৫৫৩/৯এ ইনিংস ঘোষণা করে দেয় সৌরাষ্ট্র।

আরও পড়ুন

নেহরার বিদায়ী ম্যাচে কোহালির স্মৃতিচারণ

প্রথমশ্রেনীর ক্রিকেটে মার্চেন্টের রেকর্ড অধরা ছিল ৭০ বছরের বেশি। এতদন পর তাঁকে কেউ ছাপিয়ে গেলেন। পূজারার ১২টি ডবল সেঞ্চুরির মধ্যে তিনটি এসেছিল টেস্ট ক্রিকেটে। তাঁর মধ্যে দুটো ট্রিপল সেঞ্চুরি। তাঁর এই কৃতিত্ব আবার তাঁকে ভারতীয় দলে জায়গা পাঁকা করতে সাহায্য করবে। ১৬ নভেম্বর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। বিশ্ব ক্রিকেটে এই রেকর্ড রয়েছে ডন ব্র্যাডম্যানের দখলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE