Advertisement
১৮ এপ্রিল ২০২৪
MS Dhoni

দক্ষিণ আফ্রিকাই হতে পারে ধোনির ১০ হাজারের মঞ্চ

যে কোনও ফর্ম্যাটের ক্রিকেটে দশ হাজার রান করাটা এক জন ব্যাটসম্যানের কাছে স্বপ্ন। নিজের ক্রিকেট কেরিয়ারে কেউ এই মাইলস্টোন স্পর্শ করতে পারেন আবার কেউ পারেন না। কিন্তু, সকলেরই লক্ষ থাকে দশ হাজারি ক্লাবের সদস্য হওয়ার।

নতুন মাইলস্টোনের সামনে মহেন্দ্র সিংহ ধোনি।—ফাইল চিত্র।

নতুন মাইলস্টোনের সামনে মহেন্দ্র সিংহ ধোনি।—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ১৭:৪৫
Share: Save:

যে কোনও ফর্ম্যাটের ক্রিকেটে দশ হাজার রান করাটা এক জন ব্যাটসম্যানের কাছে স্বপ্ন। নিজের ক্রিকেট কেরিয়ারে কেউ এই মাইলস্টোন স্পর্শ করতে পারেন আবার কেউ পারেন না। কিন্তু, সকলেরই লক্ষ থাকে দশ হাজারি ক্লাবের সদস্য হওয়ার।

এই মাইলস্টোনকে সামনে রেখেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হতে চলা ছ'ম্যাচের ওডিআই সিরিজে অংশ নিতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

এই মুহূর্তে ৩১২টি ওডিআই ম্যাচ খেলে ধোনির রান ৯৮৯৮। ফলে দশ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে দেশের সফলতম অধিনায়কের প্রয়োজন আর মাত্র ১০২ রান। ওডিআই ক্রিকেটে ৮৮.৪৬ স্ট্রাইকরেটের সঙ্গে ধোনির গড় ৫১.৫৫। ফলে আশা করাই যায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছ’ম্যাচের ওডিআই সিরিজই মাহিকে পৌঁছে দেবে ১০ হাজারির ক্লাবে।

আরও পড়ুন: অবিশ্বাস্য আউট! সন্দেহজনক ম্যাচ ঘিরে তদন্ত আইসিসির

আরও পড়ুন: দু’ম্যাচ নির্বাসন অম্বাতি রায়ুডুর

এর আগে ভারত থেকে ওডিআই ক্রিকেটে দশ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়ের মতো ক্রিকেটারেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE