Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sports News

দাম বাড়িয়েই আইপিএল-এর বাজারে ফিরছেন মুনরো

২০১৭ আইপিএল-এ তাঁকে রিলিজ কর দিয়েছিল কেকেআর। এবং সে বার তাঁকে কেউ নেয়নি দললে। এ বার আবার নিলামে উঠবেন মুনরো। আর সেখানেই মনে করা হচ্ছে তাঁকে নিয়ে টানাটানি হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর।

নিউজিল্যান্ড ওপেনার কলিন মুনরো। ছবি: সংগৃহীত।

নিউজিল্যান্ড ওপেনার কলিন মুনরো। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৭ ১৩:৫৮
Share: Save:

দ্বিতীয় টি২০তে ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি। আর এটাই আইপিএল-এর বাজারে এক ধাক্কায় দাম বাড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড ওপেনার কলিন মুনরোর।

২০১৬ আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের সদস্য ছিলেন মুনরো। কিন্তু ২০১৭ আইপিএল-এ তাঁকে রিলিজ কর দিয়েছিল কেকেআর। এবং সে বার তাঁকে কেউ নেয়নি দললে। এ বার আবার নিলামে উঠবেন মুনরো। আর সেখানেই মনে করা হচ্ছে তাঁকে নিয়ে টানাটানি হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি তারকা। এ বার ২০১৮ আইপিএল-এও সবার নজর থাকবে তাঁর দিকে। বাঁ হাতি ওপেনার হওয়ার জন্য তাঁর চাহিদাও অনেক বেশি। টেকনিক্যালিও মুনরোর ব্যাটিং অনেকের তুলনায় অনেক নিখুঁত।

আরও পড়ুন

বৃষ্টি বাঁধা হতে পারে ভারত-নিউজিল্যান্ড টি২০ ফাইনালে

এ বারের আইপিএল নিলামে তাঁকে অনেকে সেরা পাঁচেও দেখছেন। কিন্তু এমন একজন ম্যাচ উইনারকে সব দলই চায়। কেকেআর-ও সবার আগে তুলে নিতে পারে তাঁকে। কারণ সেই সময় মুনরোকে রিলিজ করে দেওয়া হয়েছিল কারন জাতীয় দলের হয়ে খেলা ছিল। কোনও ফর্মের কারনে না। কেকেআর সূত্রের খবর গতবার মুনরো খেলেছেন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এই দল কেকেআর কর্তৃপক্ষেরই। যা থেকে কেকেআর-এর বার্তা স্পষ্ট। তাঁরাই প্রথম মনুরোকে নিতে ঝাঁপাবে। সব ঠিক থাকলে আবার কেকেআর-এই হয়তো খেলতে দেখা যাবে তাঁকে।

শনিবার দ্বিতীয় টি২০ ম্যাচে নিউজিল্যান্ডের জয়ের কারিগড় তিনিই। তাঁর ব্যাট থেকে এসেছে ঝকঝকে সেঞ্চুরিও। সেটাই নজর কেড়ে নিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের। সিপিএল-এ বোলিংয়েও হাত পাকিয়েছন মুনরো। ফিল্ডিংয়েও দারুণ তিনি। এক কথায় সম্পূর্ণ প্যাকেজ। যাঁকে পেতে চাইবে সব দলই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer Colin Munro IPL 2018
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE