Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রিও পৌঁছে জিকার ভয়কে কোর্টের বাইরে পাঠালেন নাদাল

জিকা ভাইরাসে সব থেকে বেশি আক্রান্ত ল্যাটিন আমেরিকা। ব্রাজিলেই ১.৫ মিলিয়ন মানুষ এই রোগের শিকার। এর মধ্যেই দামামা বেজে গিয়েছে রিও অলিম্পিকের। ৫ থেকে ২১ আগস্ট বিশ্বের সেরা এই ইভেন্টে ২০৬টি দেখে থেকে যোগ দিতে চলেছেন মোট ১০,৫০০ জন অ্যাথলিট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৪৭
Share: Save:

জিকা ভাইরাসে সব থেকে বেশি আক্রান্ত ল্যাটিন আমেরিকা। ব্রাজিলেই ১.৫ মিলিয়ন মানুষ এই রোগের শিকার। এর মধ্যেই দামামা বেজে গিয়েছে রিও অলিম্পিকের। ৫ থেকে ২১ আগস্ট বিশ্বের সেরা এই ইভেন্টে ২০৬টি দেশ থেকে যোগ দিতে চলেছেন মোট ১০,৫০০ জন অ্যাথলিট। সেই তালিকায় রয়েছেন বিশ্বের সেরা সব তারকারা অ্যাথলিটরা। জিকা প্রভাব বাড়তেই আয়োজকদের কপালে ভাজ দেখা গিয়েছিল। অনেক দেশই তাদের প্রতিনিধিদের পাঠানোর ব্যাপারে সংশয়ে ছিল। এমন অবস্থায় আয়োজক দেশকে স্বস্তি দিলেন রাফায়েল নাদাল। তিনি জানিয়ে দিলেন, তিনি ভয় পাচ্ছেন না। ২৯ বছরের বিশ্বের সেরা এই তারকা টেনিস প্লেয়ারের সময়টা ভাল যাচ্ছে না। অনেকদিন ট্রফি আসেনি ঘরে। এবার লক্ষ্য রিও অলিম্পিক। তাই জিকাকে ভয় পেয়ে অলিম্পিকের প্রস্তুতিতে কোনওভাবে ব্যাঘাত ঘটাতে চাইছেন না নাদাল।

নাদাল বলেন, ‘‘ব্রাজিলে আমি রাতে বাইরে যাই, যদিও জানি ভয় আছে। কিন্তু এখানে এসে আমি খুশি। এখানে সব ঠিক রয়েছে। কোথায় কোনও সমস্যা আছে বলে তো মনে হচ্ছে না। ব্রাজিলে মানুষ যে ভাবে বিচে আনন্দ করে সেভাবেই করছে। রাস্তায় ঘুরছে, কাজ করছে, রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে। কোথাও কোনও সমস্যা নেই।’’ শুধু নাদাল নন তাঁর সঙ্গে গলা মিলিয়েছেন আর এক টেনিস তারকা ফেরারও। তিনি বলেন, ‘‘আয়োজকদের তরফ থেকে আমাদের ভরসা দেওয়া হয়েছে যে মশা ওই ভাইরাস বহন করে সেটা অলিম্পিকের সময় যাতে অ্যাথলিটদের বিপদে না ফেলে সে ব্যাপারে নজর রাখা হবে। আমাদের রাতে লং ট্রাউজার ব্যবহার করতে হবে। সাবধান হতে হবে। কিন্তু তার মানে এই নয় বিষয়টি নিয়ে আমরা ভয়ে রয়েছি। ’’ এই মুহূর্তে রিও ওপেন খেলতে রিওতে রয়েছেন নাদাল, ফেরার।

আরও খবর

অলিম্পিকের আগে আবার হার নাদালের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nadal ferrer rio zika
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE