Advertisement
১১ মে ২০২৪
BCCI

NCA: ভারতীয় ক্রিকেটের আঁতুড় ঘরের খোলনলচে বদলে দিচ্ছে সৌরভের বোর্ড

আবেদন করার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর। এত দিন যাঁরা কোচ ছিলেন কারও চুক্তিই নবীকরণ করেনি বোর্ড।

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বদল আনতে চলেছেন সৌরভরা।

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বদল আনতে চলেছেন সৌরভরা। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০২১ ১৬:৫০
Share: Save:

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে একাধিক ক্রিকেটার উঠে এসেছে। ভারতীয় ক্রিকেটের সেই আঁতুড়ঘরেই এ বার বদল আনতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়য়ের বোর্ড। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং বিভাগে নিয়োগ করা হবে নতুন কোচ। করোনার কারণে লকডাউনের থাকায় বেশ কিছুটা সময় কাজ করা যায়নি। এ বার নতুনদের কোচ হিসেবে এনে ফের কাজ শুরু করতে চাইছে বোর্ড।

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচ হিসেবে যেমন নতুনদের নেওয়া হবে, তেমনই জাতীয় অ্যাকাডেমির প্রধান পদের জন্যেও আবেদন করতে বলা হয়েছিল। তবে এখনও অবধি সেই পদে এক মাত্র রাহুল দ্রাবিড়ই আবেদন করেছেন। এত দিন ধরে সেই দায়িত্ব ছিল তাঁরই কাঁধে। শোনা যাচ্ছিল ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীর বদলে আনা হতে পারে দ্রাবিড়কে। জাতীয় অ্যাকাডেমির প্রধানের পদে দ্রাবিড় আবেদন করায় সম্ভবত তিনিই দায়িত্ব পাবেন। ফলে এখনই শাস্ত্রীর বদলে তাঁর আসা হচ্ছে না।

আবেদন করার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর। এত দিন যাঁরা কোচ ছিলেন কারও চুক্তিই নবীকরণ করেনি বোর্ড। এই পদে আবেদন করতে হলে বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে। জাতীয় অ্যাকাডেমিতে স্পিন বিভাগের দায়িত্বে থাকা রমেশ পাওয়ার এখন মহিলা দলের কোচ। সেই দলেরই ব্যাটিং কোচ শিবসুন্দর দাস। যিনি আগে জাতীয় অ্যাকাডেমির ব্যাটিং কোচ ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BCCI NCA Sourav Ganguly Rahul Dravid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE