Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বেঙ্গালুরুর তাড়া খেয়ে আজ বাগানে হয়তো বোয়া

পিয়ের বোয়া কি পুরো ফিট? আজ মঙ্গলবার রহিম নবি-মেহরাজদের বিরুদ্ধে তিনি কি খেলবেন? বাগানের আইকন ফুটবলার নিজে ফোনে বলছেন, ‘‘টিমের সঙ্গে আজ (সোমবার) পুরো প্র্যাকটিস করেছি। কোচ খেলালে আমি প্রস্তুত।’’ কোচ সঞ্জয় সেন অবশ্য ‘টিমের পিভট’ ক্যামেরুন স্ট্রাইকারকে নিয়ে চব্বিশ ঘণ্টা আগেও ধোঁয়াশা রাখছেন। হয়তো এটাই তাঁর স্ট্র্যাটেজি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০১৫ ০৩:২০
Share: Save:

পিয়ের বোয়া কি পুরো ফিট? আজ মঙ্গলবার রহিম নবি-মেহরাজদের বিরুদ্ধে তিনি কি খেলবেন?

বাগানের আইকন ফুটবলার নিজে ফোনে বলছেন, ‘‘টিমের সঙ্গে আজ (সোমবার) পুরো প্র্যাকটিস করেছি। কোচ খেলালে আমি প্রস্তুত।’’

কোচ সঞ্জয় সেন অবশ্য ‘টিমের পিভট’ ক্যামেরুন স্ট্রাইকারকে নিয়ে চব্বিশ ঘণ্টা আগেও ধোঁয়াশা রাখছেন। হয়তো এটাই তাঁর স্ট্র্যাটেজি। পুণের টিম হোটেল থেকে ফোনে তিনি বললেন, ‘‘বোয়া খেলবে কি না ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেব। ওকে নিয়ে ঝুঁকি নিতে চাইছি না।’’

যদিও টিম সূত্রের খবর, বেঙ্গালুরু এফসি-র তাড়া খেয়ে আই লিগের ‘লাস্ট বয়’ ভারত এফসি-র বিরুদ্ধেও সেরা একাদশই নামাতে চাইছে মোহনবাগান। লিগ শীর্ষে থাকার পাশপাশি বেঙ্গালুরুর সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়াতে সিদ্ধান্ত বদলে বোয়াকে নামাতে চাইছেন কোচ সঞ্জয়ই। রবিবার ইস্টবেঙ্গলকে হারানোর পর বাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সুনীল ছেত্রীরা। ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দু’নম্বরে। এক নম্বর মোহনবাগান এক ম্যাচ কম খেলে ৩২। ভারত এফসি-কে হারাতে পারলেই লিগ তালিকার দুই নম্বর টিমের সঙ্গে বাগানের পয়েন্টের ব্যবধান ফের চার দাঁড়াবে।

সেই লক্ষ্য পূরণের জন্য বোয়াকে তুরুপের তাস করতে চাইছেন বাগান কোচ। বোয়া মাঠে থাকলে টিমও যে উজ্জীবিত হয়, সে কথা স্বীকার করে নিচ্ছেন বাগানের দেশি-বিদেশি সব ফুটবলারই। সনি যেমন বললেন, ‘‘ওর টিমে থাকাটা সব সময় প্লাস পয়েন্ট। মাঠে বোয়ার নেতৃত্বটা আমাদের লড়াই করার আরও শক্তি জোগায়। উজ্জীবিত করে।’’ বোয়া ছাড়াও কার্ড সমস্যা মিটিয়ে দলে ফিরছেন বলবন্ত সিংহ-ও। ছ’গোল করে ফেলা পঞ্জাবি স্ট্রাইকারকে ফেরানো হচ্ছে জেজের জায়গায়।

ফোনে একাধিক বাগান ফুটবলারের সঙ্গে কথা বলে মনে হল মুম্বই এফসি-র সঙ্গে ড্র করার পরেও ড্রেসিংরুমে তেমন হতাশা নেই। তবে কুপারেজে দু’পয়েন্ট ফেলে আসার আক্ষেপ রয়েছে ষোলো আনা। পুণেতে নতুন ফ্র্যাঞ্চাইজি টিমকে হারিয়ে সেই আক্ষেপ মেটাতে চায় টিম মেরিনার্স। যুবভারতীতে স্টুয়ার্ড ওয়াটকিসের দলকে হারিয়েছিল সঞ্জয়ের দল। এ বার অবশ্য পরিস্থিতি অন্য রকম। এক) ভারত এফসি ঘরের মাঠের সুবিধে পাবে। দুই) বেঙ্গালুরুর সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়ানোর বাড়তি চাপ থাকছে সনিদের ঘাড়ে।

জেতার রাস্তায় ফিরতে মরিয়া হলেও সঞ্জয় সাবধানী। মনে করছেন, ফেডারেশনের নিয়মে ভারত এফসি-র যেহেতু অবনমন নেই, তাই তারা অনেক খোলা মনে খেলবে। একই সঙ্গে কলকাতার ক্লাবে উপেক্ষিত নবি, অরিন্দমরা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে থাকবেন। সনি-বলবন্ত-প্রীতমদের বারবার সতর্ক করে দিচ্ছেন কোচ। বলছিলেন, ‘‘মুম্বইকেও তো আমরা ঘরের মাঠে হারিয়েছিলাম। ফিরতি ম্যাচে আটকে গেলাম।’’

হ্যামস্ট্রিং চোটে কিউয়ি স্ট্রাইকার ক্রিস ব্রাইটকে পাবে না ভারত এফসি। এটা সনিদের জন্য সুখবর। বাগান অন্দরমহলের খবর, নবিরা আলট্রা ডিফেন্সিভ খেলবেন ধরে নিয়েই সঞ্জয় আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইছেন দুই উইংয়ে কাতসুমি আর সনিকে পাঠিয়ে। বাগানের শুরু থেকেই ঝোড়ো হাওয়ায় ভারত কতটা বেসামাল হয় সেটাই দেখার।

মঙ্গলবারে আই লিগ

মোহনবাগান: ভারত এফসি (পুণে ৭-০০)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE