Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নীরজের নজির! প্রথম ভারতীয় হিসাবে অ্যাথলেটিক্সে বিশ্ব রেকর্ড

পোল্যান্ডে অনুষ্ঠিত অনুর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিনে সোনা পেলেন ভারতের নীরজ চোপড়া। ৮৬.৪৮ মিটার থ্রো করে প্রথম ভারতীয় হিসাবে বিশ্বে নজির গড়লেন তিনি।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৬ ১০:৪৯
Share: Save:

পোল্যান্ডে অনুষ্ঠিত অনুর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিনে সোনা পেলেন ভারতের নীরজ চোপড়া। ৮৬.৪৮ মিটার থ্রো করে প্রথম ভারতীয় হিসাবে বিশ্বে নজির গড়লেন তিনি। শুধু তাই নয়, এর আগে কোনও ভারতীয় অনুর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে সোনা জেতেনি। সেই রেকর্ডও ভাঙলেন নীরজ। আর আগে সবচেয়ে বেশি দূরত্বে থ্রো করার রেকর্ড ছিল লাতভিয়ার জিগিসমান্ডস সিরমায়েসের।

নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন এই সোনার ছেলে?

নীরজ বলেন, “ দ্বিতীয় বার যখন থ্রো করি, তখনই মনে হয়েছিল বিশেষ কিছু একটা হতে চলেছে। ভাবতেই পারিনি যে ৮৬ মিটারের বেশি ছুড়তে পারব।” পাশাপাশি তিনি এটাও জানান, গত দু’মাস ধরে ফিটনেসের জন্য অনেক কসরত করেছেন তিনি। খেলায় রেখেছিলেন নিজের টেকনিকের উপর। সেই চেষ্টাই আজ সাফল্য এনে দিয়েছে বলে জানালেন নীরজ।

হরিয়ানার পানিপতের বাসিন্দা নীরজ। বিশ্ব অ্যাথলিটে প্রথম থেকেই জোর লড়াই চালিয়ে গিয়েছেন। প্রথম চেষ্টাতেই তিনি ৭৯.৬৬ মিটার থ্রো করেন। দক্ষিণ আফ্রিকার গ্রোবলারের থ্রো ছিল ৮০.৫৯ মিটার। কিন্তু গ্রোবলারের সেই দূরত্ব অতিক্রম করতে বেশি সময় নেননি নীরজ। দ্বিতীয় বারের চেষ্টায় তিনি ৮৬ মিটার দূরে থ্রো করেন। পরে কেউই সেই দূরত্বে পৌঁছতে পারেননি।

আরও খবর...

রিও থেকে অ্যাথলেটিক্স পদক এ বার আসবেই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IAAF Under20 Neeraj chopra Javelin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE