Advertisement
২৭ মার্চ ২০২৩
Sports News

ভারতীয় হকিতে নতুন ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত

আজলান শাহর শুরুতে শনিবার আটকে যেতে হয়েছিল গ্রেট ব্রিটেনের কাছে। কিন্তু পরের ম্যাচেই জয়ের ফিরল ভারতীয় হকি দল। মালয়েশিয়ায় রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ গোলে জিতল ভারত। এই মুহূর্তে দু’ম্যাচে চার পয়েন্ট ভারতের।

আজলান শাহ জয়ে ফিরল ভারত। ছবি: সংগৃহীত।

আজলান শাহ জয়ে ফিরল ভারত। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ১৭:১৬
Share: Save:

ভারত ৩

Advertisement

নিউজিল্যান্ড ০

আজলান শাহর শুরুতে শনিবার আটকে যেতে হয়েছিল গ্রেট ব্রিটেনের কাছে। কিন্তু পরের ম্যাচেই জয়ের ফিরল ভারতীয় হকি দল। মালয়েশিয়ায় রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ গোলে জিতল ভারত। এই মুহূর্তে দু’ম্যাচে চার পয়েন্ট ভারতের।

গোলের মুখ খুলতে অবশ্য ভারতের লেগে গিয়েছিল ২৩ মিনিট। রিভার্স শটে বক্সের বাঁ কোনা থেকে চিংলেনসেনা সিংহর শট কাঁধের উচ্চতা থেকে নামিয়ে সরাসরি গোলে ঠেলেন মনদীপ সিংহ। দু’মিনিট পরেই আবারও গোলের সুয়োগ চলে এসেছিল ভারতের সামনে। কিন্তু এসভি সুনীলের শট বাঁচিয়ে দেন প্রতিপক্ষের গোলকিপার। নিউজিল্যান্ডের তরফে বার বার আক্রমণে উঠছিলেন তাদের ফরোয়ার্ডরা। কিন্তু ভারতীয় রক্ষণে আটকে যায় তা।

Advertisement

আরও খবর: আজলান শাহ হকিতে এগিয়েও ড্র ভারতের

প্রথম পেনাল্টি কর্নারেই বাজিমাত ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত সিংহর। ২৭ মিনিটে ২-০ করেন তিনি। এর পরও হাফ টাইমের ঠিক আগে পর পর দুটো পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে ব্যর্থ ভারত। ৩০ মিনিটে ভারত তার চতুর্থ পেনাল্টি কর্নারটি পায়। ৪৭ মিনিটে আবার পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে গোল করে যান হরমনপ্রীত। সাতটি পেনাল্টির মধ্যে দুটো কাজে লাগাতে পেরেছে ভারত। সাতটির মধ্যে ছ’টি শটই নিয়েছিলেন হরমনপ্রীত। শেষ শটটি নেন অভিজ্ঞ ড্র্যাগ ফ্লিকার রুপিন্দর পাল সিংহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.