Advertisement
২০ এপ্রিল ২০২৪

অবসর নিয়ে ভাবছি না: ফেডেরার

অবসরের কথা উঠলেই ভাবুক হয়ে যান ১৭টি গ্র্যান্ডস্লামের মালিক রজার ফেডেরার। সামনে রিও অলিম্পিক তার আগে এই সব নিয়ে ভাবার কোনও সময়ই নেই ফেডেক্সের। এখন তিনি ২০১৬-র অলিম্পিকের জন্য নিজেকে তৈরি করতে ব্যস্ত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৫ ১৮:৪০
Share: Save:

অবসরের কথা উঠলেই ভাবুক হয়ে যান ১৭টি গ্র্যান্ডস্লামের মালিক রজার ফেডেরার। সামনে রিও অলিম্পিক, তার আগে এই সব নিয়ে ভাবার কোনও সময়ই নেই ফেডেক্সের। এখন তিনি ২০১৬-র অলিম্পিকের জন্য নিজেকে তৈরি করতে ব্যস্ত।এই মুহূর্তে তিনি ভারতে। খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়র টেনিস লিগ। সেখানেই তিনি বলেন, ‘‘অবসরের পরিকল্পনা এই মুহূর্তে নেই। এমনকি আমার সামনে এমন কোনও কারণও নেই যে আমি অবসরের কথা ভাবব। এখন আমার পরিকল্পনায় শুধু রিও অলিম্পিক।’’

এখনও পর্যন্ত ১৭টি সিঙ্গলস গ্র্যান্ডস্লাম জিতে ফেলেছেন। ঝুলিতে রয়েছে জোড়া অলিম্পিক পদকও। যেখানে রয়েছে মেনস ডাবলসে সোনা ও সিঙ্গলসে রুপো। আগামী অলিম্পিক থেকেও পদক নিয়েই ফিরতে চান তিনি।সামনে অলিম্পিক ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন।যা ফেডেরারের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে নিজের ফিটনেস নিয়ে খুশি তিনি। বলেন, ‘‘আমি আমার ফিটনেস নিয়ে খুশি। আর আমার মনে হয় এখনও অনেকদিন আমি খেলার মধ্যে থাকব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tennis federer iptl olympic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE