ডার্বি ম্যাচের দু’দিন আগে ছাত্রকে আশীর্বাদ করে গেলেন দ্রোণাচার্য।
সবুজ-মেরুন কোচ শঙ্করলাল চক্রবর্তী যখন টাটা ফুটবল অ্যাকাডেমির ছাত্র ছিলেন তখন সেখানকার টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন প্রদীপ (পিকে) বন্দ্যোপাধ্যায়। কয়েক দিন আগে শঙ্করলালকে ফোন করে দিপান্দা ডিকাদের অনুশীলন দেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন পিকে। শিল্টন পালদের কোচ তাঁর ‘গুরু’কে জানিয়ে দেন সল্টলেকের মাঠে অনুশীলন হলে জানাবেন। সেই মতোই বৃহস্পতিবার প্রবল বৃষ্টির মধ্যেও হাজির হন ক্লাব ফুটবলে দেশের সফলতম কোচ। মাঠের পাশে বসে দেখেন অনুশীলন।
কলকাতা লিগ খেতাব জেতাটা এ বার ক্লাব নির্বাচনের মুখে শুধু সবুজ-মেরুনের ক্ষমতাসীন গোষ্ঠীর কাছেই গুরুত্বপূর্ণ নয়, শঙ্করলালের কোচিং জীবনে বড় পরীক্ষা। টানা আট বার ঘরোয়া খেতাব জিততে পারেননি মোহনবাগান। গুরুর আর্শীর্বাদ পেয়ে আপ্লুত মোহনবাগান কোচ বলে দিলেন, ‘‘পিকে স্যরের কাছে চাপের মুখেও কী ভাবে মাথা ঠান্ডা রেখে কাজ করা যায় সেটা শিখেছি। উনি এই বৃষ্টির মধ্যে এসেছেন এটাই একটা বড় ব্যাপার আমার কাছে।’’ এ দিকে স্পেনের স্ট্রাইকার বরিস গ্যারোসকে শেষ পর্যন্ত না পেয়ে এ বার মেক্সিকোর এনরিকে এসকুইদোকে সই করালো ইস্টবেঙ্গল। যদিও ডার্বিতে তাঁকে পাচ্ছেন না লাল-হলুদের টেকনিক্যাল ডিরেক্টর সুভাষ ভৌমিক। কোস্টা রিকার বিশ্বকাপার জনি আকোস্তা অবশ্য সই করছেন আজ, শুক্রবার বিকেলে। ডার্বিতে তাঁর উপরই দায়িত্ব পড়বে দিপান্দা ডিকা এবং হেনরি কিসেক্কাদের আটকানোর।