Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভারতীয় যুব দলের কোচ হলেন দ্রাবিড়

সচিন, সৌরভ, লক্ষ্ণণের অন্তর্ভুক্তি হয়েছিল আগেই। এ বার সেই তালিকায় যুক্ত হলেন রাহুল শরদ দ্রাবিড়। ভারতীয় এ দল এবং অনূর্ধ্ব ১৯ দলের কোচ নির্বাচিত হয়েছেন তিনি। বোর্ড সচিব অনুরাগ ঠাকুর টুইট করে জানিয়েছেন এ কথা। ফলে ভারতীয় দলের সঙ্গে ফের সরকারি ভাবে যুক্ত হতে চলেছে ফ্যাব ফোর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ২০:৩২
Share: Save:

সচিন, সৌরভ, লক্ষ্ণণের অন্তর্ভুক্তি হয়েছিল আগেই। এ বার সেই তালিকায় যুক্ত হলেন রাহুল শরদ দ্রাবিড়। ভারতীয় এ দল এবং অনূর্ধ্ব ১৯ দলের কোচ নির্বাচিত হয়েছেন তিনি। বোর্ড সচিব অনুরাগ ঠাকুর টুইট করে জানিয়েছেন এ কথা। ফলে ভারতীয় দলের সঙ্গে ফের সরকারি ভাবে যুক্ত হতে চলেছে ফ্যাব ফোর।

ভারতীয় বোর্ডের নব নির্বাচিত তারকাখচিত উপদেষ্টামণ্ডলীতে দ্রাবিড়ের থাকা নিয়ে প্রথম থেকেই চলছিল জল্পনা। কিছু দিন আগে উপদেষ্টামণ্ডলীতে দ্রাবিড়ের না থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। সে দিনও বোর্ড সচিব জানিয়েছিলেন, দ্রাবিড়ের জন্য বিশেষ ভূমিকার কথা ভাবা আছে। এ বার সেই ‘বিশেষ ভূমিকা’তেই অবতীর্ণ হবেন রাহুল ‘দ্য ওয়াল’ দ্রাবিড়।

ভারতের সর্বকালের অন্যতম সেরা মিডল অর্ডারকে পুরোপুরি তুলে আনতে সফল হল নতুন বোর্ড। এ বার শুধুই সামনে এগিয়ে চলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE