চোটের কারণে আপাতত তিনি জাতীয় দলের বাইরে। তাই অবসর সময়ে জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। সেখানেই দেখা হয়ে গেল বাঘের সঙ্গে। শনিবার টুইটারে সেই ভিডিয়ো পোস্ট করেছেন ভারতীয় স্পিনার। সঙ্গে দিয়েছেন মজার ক্যাপশনও।
অস্ট্রেলিয়া সফরে সিডনিতে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন জাডেজা। সেই চোট এখনও পুরোপুরি সারেনি। তবে অল্পবিস্তর অনুশীলন শুরু করেছেন তিনি। এর মাঝেই ঘুরতে গিয়েছিলেন জামনগরের জঙ্গলে। সেখানেই আচমকা ঝোপ থেকে বেরিয়ে আসে বাঘ। কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক-ওদিক তাকিয়ে আবার ঝোপেই ঢুকে যায়।
ভিডিয়োতে জাডেজা লিখেছেন, “মনে হয় ও আমাকে বলতে এসেছিল, তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো।” জাডেজার এই মজাদার টুইট নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ফাঁকে সমর্থকরাও তাঁকে দ্রুত সেরে ওঠার কথা বলেছেন। অনেকেই জানতে চেয়েছেন তিনি কবে মাঠে ফিরছেন। সেই উত্তর অবশ্য জাডেজা দেননি।
He just came out to wish me speedy recovery😜#wildlife #jungle pic.twitter.com/RYT02gWGLI
— Ravindrasinh jadeja (@imjadeja) March 20, 2021