মনচেনগ্ল্যাডবাখ ২ • রিয়াল ২
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের জয় এখনও অধরা। মঙ্গলবার বরুসিয়া মনচেনগ্ল্যাডবাখের বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ শেষ করে জ়িনেদিন জ়িদানের দল। সংযুক্ত সময়ে কাসেমিরোর গোল নিশ্চিত হার থেকে রক্ষা করে দলকে।
৩৩ এবং ৫৮ মিনিটে মার্কাস থুরামের গোলে এগিয়ে যায় মনচেনগ্ল্যাডবাখ। ম্যাচ শেষের তিন মিনিট আগে করিম বেঞ্জেমা এবং সংযুক্ত সময়ের তিন মিনিটে কাসেমিরোর গোলের সুবাদে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। জ়িনেদিন জ়িদান বলেছেন, “ড্র হলেও আমার দল দেখিয়ে দিয়েছে, কী ভাবে এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে হয়।”