যুব বিশ্বকাপে দ্রুততম হাফ সেঞ্চুরি করে ফেললেন ভারতের ঋষভ পান্থ। ১৮ বলে ৫০ রান করলেন তিনি। আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে দল। সবাইকে চমকে দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে ফেলেছে নেপালও। সোমবারের ম্যাচ ছিল নিয়মরক্ষার। সঙ্গে গ্রুপ শীর্ষে যাওয়ারও। ভারতের সামনে ছিল লক্ষ্য সেটাই। জবাবে ব্যাট করতে এসে সেই লক্ষ্যে সফল ভারতের যুব দল। দুই ওপেনার ঋষভ ও ইশান কিষানের ব্যাটেই জয়ের কাহিনী লেখা হয়ে গিয়েছিল। ঋষভ আউট হলেন ৭৮ রানে। ২৪ বলে এই রান করলেন তিনি। তাঁর এই ইনিংস সাজানো ছিল ৯টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারিতে।
প্রথমে ব্যাট করে ৪৮ ওভারে ভারতের সামনে ১৭০ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল নেপাল। কুয়াশার জন্য খেলা নির্ধারিত সময়ের থেকে কিছুটা পরে শুরু হওয়ায় ৪৮ ওভারের করে দেওয়া হয় ম্যাচ।
আরও খবর