Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Rohit Sharma

ছয় মেরে নয়া নজির গড়লেন হিটম্যান

ওয়ানডে ফরম্যাটে দ্রুততম দুশো ছয়ের রেকর্ড ছিল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির। তিনি ১৯৫ ইনিংসে ছয়ের ডাবল সেঞ্চুরি করেছিলেন। 'হিটম্যান' রোহিত শর্মা আট ইনিংস কম নিলেন দু'শো ছয়ে পৌঁছতে।

বিধ্বংসী রোহিত। বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমে। ছবি: পিটিআই।

বিধ্বংসী রোহিত। বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমে। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৮ ১৮:৪৩
Share: Save:

১৮৭ ইনিংসে ২০০ ছয়! যা দ্রুততম। বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পঞ্চম তথা শেষ ইনিংসে রোহিত শর্মার ব্যাটে তৈরি হল রেকর্ড।

এর আগে ওয়ানডে ফরম্যাটে দ্রুততম দুশো ছয়ের রেকর্ড ছিল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির। তিনি ১৯৫ ইনিংসে ছয়ের ডাবল সেঞ্চুরি করেছিলেন। হিটম্যান আট ইনিংস কম নিলেন।তবে বল খেলার ভিত্তিতে দুশো ছয়ে রোহিত হলেন তৃতীয় দ্রুততম। তিনি নিলেন ৮৩৮৭ বল। আফ্রিদির লেগেছিল অনেক কম, মাত্র ৪২০৩ বল। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম নিয়েছিলেন ৬৩০৮ বল।

সার্বিকভাবে দুশো ছয়ে রোহিত হলেন সপ্তম ক্রিকেটার। তবে ৫৬ বলে ৬৩ নট আউটের ইনিংসে চার ছয় মেরে মুম্বইকর টপকে গেলেন ম্যাকালামকে। ম্যাকালাম মেরেছিলেন মোট ২০০ ছয়। রোহিত এখনই মেরেছেন ২০২ ছয়। তাঁর সামনে রয়েছেন শাহিদ আফ্রিদি (৩৫১), ক্রিস গেল (২৭৫), সনত্ জয়সূর্য (২৭০), ধোনি (২১৮), এবি ডি'ভিলিয়ার্স (২০৪)। ছয়ের ডাবল সেঞ্চুরিতে ধোনির পরে রোহিত হলেন দ্বিতীয় ভারতীয়। এই সিরিজে তিনি মেরেছেন ১৬ ছয়।

গ্রাফিক: সৌভিক দেবনাথ

এদিন তিরুঅনন্তপুরমের গ্রিনফি্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৩১.৫ ওভারে ১০৪ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের সফলতম বোলার রবীন্দ্র জাডেজা (৪-৩৪)। তিনিই ম্যাচের সেরা। জবাবে ১৪.৫ ওভারে শিখর ধওয়নের উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। দ্বিতীয় উইকেটে বিরাট কোহালির (৩৩ নটআউট) সঙ্গে ৯৯ রান যোগ করেন রোহিত (৬৩ নটআউট)। মারেন পাঁচটি চার ও চারটি ছয়। পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ জিতল ভারত। সিরিজের সেরা হলেন কোহালি। ২০১৮ সালে এই ফরম্যাটে কোহালির ব্যাটে এল মোট ১২০২ রান। রোহিতও এই বছরে হাজার রান করে ফেললেন।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE