ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে দীর্ঘ ছ’বছর খেলেছেন। উঠতি প্রতিভা থেকে সিআর সেভেনের বিশ্বসেরা হওয়ার উত্তরণের সাক্ষী থেকেছেন। স্যর অ্যালেক্স ফার্গুসনের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সাম্রাজ্যের খুব নামকরা সৈনিক না হলেও, ছিলেন ধারাবাহিক এক যোদ্ধা। তিনি— ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও আর্সেনালের প্রাক্তন ফুটবলার মিকেইল সিলভেস্ত্রে। আর সেই সিলভেস্ত্রে হাওড়ার এক স্কুল-মাঠের উদ্বোধন করতে এসে স্বীকার করলেন, রোনাল্ডোকে একক ভাবে সেরা বলার কোনও জায়গা নেই। সিংহাসনে দু’জনকেই বসাতে হবে— রোনাল্ডো এবং মেসি।
সিলভেস্ত্রে বলছেন, ‘‘রোনাল্ডোর সঙ্গে অনেক বছর খেলেছি। ওর প্রতিভা নিয়ে কী আর বলব। কিন্তু মেসিও সেরা। আগের দিন চ্যাম্পিয়ন্স লিগে ওর গোলটা অবিশ্বাস্য ছিল। দারুণ লাগল দেখতে।’’
তবে রোনাল্ডো ও মেসির প্রতিদ্বন্দ্বিতা তাঁকে আপ্লুত করলেও, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ‘এল ক্লাসিকো’ দেখতে চান না চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফুটবলার। ‘‘সত্যি বলতে এল ক্লাসিকো দেখতে দেখতে ক্লান্ত পড়েছি। এ বার ফাইনালে অন্য কোনও লড়াই দেখতে চাই।’’ তা হলে কি বায়ার্ন বনাম জুভেন্তাস? রোনাল্ডোর সঙ্গে ২০০৮ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফুটবলার বললেন, ‘‘জানি না বায়ার্ন উঠতে পারবে কি না। তবে জুভেন্তাসের ভাল সুযোগ আছে। যদিও ২-১ মানে রিয়াল মাদ্রিদও এখনও অনেকটাই রয়েছে ম্যাচটায়।’’