Advertisement
২০ এপ্রিল ২০২৪

রিয়াল প্র্যাকটিসে হঠাৎ রোনাল্ডো বনাম রদ্রিগেজ

তাঁকে বলা হচ্ছে রিয়াল মাদ্রিদের ‘নতুন রোনাল্ডো।’ ক্লাবে এসেও বলেছিলেন, সিআর সেভেনের সঙ্গে খেলার জন্যই রিয়ালের জার্সি পরার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি-- হামেস রদ্রিগেজ। যাঁর খেলার স্টাইল দেখে ইতিমধ্যেই বিশ্বকাপ মাতানো তারকা তুলনায় চলে এসছেন রোনাল্ডোর সঙ্গে। তবে ম্যাচের সময় দু’জনের মধ্যে পেশাদারি সম্পর্ক অটুট থাকলেও, তার বাইরে কিন্তু ধরা পড়ছে ঠিক উল্টো ছবি।

ক্যামেরাতেও ধরা পড়ে গেল দুই তারকার ঝামেলা।

ক্যামেরাতেও ধরা পড়ে গেল দুই তারকার ঝামেলা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:২২
Share: Save:

তাঁকে বলা হচ্ছে রিয়াল মাদ্রিদের ‘নতুন রোনাল্ডো।’ ক্লাবে এসেও বলেছিলেন, সিআর সেভেনের সঙ্গে খেলার জন্যই রিয়ালের জার্সি পরার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি-- হামেস রদ্রিগেজ। যাঁর খেলার স্টাইল দেখে ইতিমধ্যেই বিশ্বকাপ মাতানো তারকা তুলনায় চলে এসছেন রোনাল্ডোর সঙ্গে। তবে ম্যাচের সময় দু’জনের মধ্যে পেশাদারি সম্পর্ক অটুট থাকলেও, তার বাইরে কিন্তু ধরা পড়ছে ঠিক উল্টো ছবি।

বাসেলের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ঠিক আগের প্র্যাকটিসে রদ্রিগেজকে তাঁর আট গজের মধ্যেও ঘেঁষতে দেননি রোনাল্ডো। প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য রিয়াল ফুটবলারদের আট জন ফুটবলারকে দুই দলে ভাগ করা হয়। কিন্তু রোনাল্ডোর গ্রুপে ন’জন থাকায় রদ্রিগেজকে বেরিয়ে যেতে বলেন সিআর সেভেন। কোনও উপায় না থাকায় রিজার্ভ দলের হয়ে খেলতে হয় রদ্রিগেজকে। তাও আবার বেল, রোনাল্ডোর বিরুদ্ধে। শোনা যাচ্ছে, রদ্রিগেজ নাকি রোনাল্ডোর উপর ক্ষিপ্ত হয়ে প্রশ্ন করে বসেন, কেন আমাকে বের করে দেওয়া হল? প্রতিবাদে পাত্তা না দিয়েই রোনাল্ডো আঙুল বেরিয়ে যেতে বলেন রদ্রিগেজকে।

গোটা অনুশীলনে আর কথাও বলতে দেখা যায়নি রোনাল্ডো ও রদ্রিগেজকে। যার পরেই বিতর্ক তুঙ্গে পৌঁছয়, সিআর সেভেন নাকি এখনও ক্ষুব্ধ ক্লাব অ্যাঞ্জেল দি মারিয়াকে বিক্রি করায়। আর রোনাল্ডোর রাগ এখন গিয়ে পড়ছে নাকি রদ্রিগেজের উপর। ঘটনাচক্রে, যাঁকে দি মারিয়ার বদলি হিসেবে সই করান ফ্লোরেন্তিনো পেরেজ। মাদ্রিদে সই করার পরে রোনাল্ডো ও রদ্রিগেজের সম্পর্ক ‘ভাল’ দাবি করা হলেও, এখন দেখা যাচ্ছে ছবিটা ঠিক উল্টো। রিয়ালের এক সূত্র অনুযায়ী, রোনাল্ডো নাকি ক্লাবকে প্রশ্ন করেছেন-- কেন এত বেশি দামে এক তরুণ ফুটবলারকে সই করানো হয়েছে?

এরই মাঝে রোনাল্ডোর ক্লাব ছাড়ার খবরও উঁকি দেওয়া শুরু করেছে। শোনা যাচ্ছে, রোনাল্ডোকে পরের মরসুমে রিয়াল মাদ্রিদ থেকে বের করে আনতে সব রকম চেষ্টা চালাচ্ছে তাঁর পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মহাতারকাকে আবার ওল্ড ট্র্যাফোর্ডে ফেরাতে ম্যাঞ্চেস্টার অস্ত্র করছে স্যর অ্যালেক্স ফার্গুসনকে। ম্যান ইউ কর্তারা নাকি ইতিমধ্যেই ক্লাবের কিংবদন্তি কোচের কাছে আবেদন জানিয়েছেন, রোনাল্ডোর সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলতে ম্যান ইউয়ে সই করার ব্যাপারে। স্পেনের এক সাংবাদিকের মতে, রোনাল্ডো ভেবেই রেখেছেন পরের মরসুমে বের্নাবাওয়ে আর থাকবেন না। সিআর সেভেনকে সই করানোর জন্য বিশ্বের সেরা ক্লাবগুলো আগ্রহ দেখালেও, ম্যান ইউর প্রতি ভালবাসাই আবার তাঁকে ফিরিয়ে আনতে পারে পুরনো ক্লাবে। যদিও রিয়াল মাদ্রিদ ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছে, রোনাল্ডোকে কোনওমতেই বিক্রি করার কথা ভাবছে না ক্লাব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE