ক্রীড়াবিশ্বে লিঙ্গবৈষম্য নিয়ে বিতর্ক কম নয়। শুক্রবার যে বিতর্কের আগুন ঢুকে পড়ল ভারতীয় খেলাধুলোর জগতেও। দুই ভারতীয় তারকা খেলোয়াড়ের হাত ধরে— সানিয়া মির্জা এবং মিতালি রাজ।
প্রথম ঘটনা লন্ডনে মেয়েদের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ঘটল। ভারতের ক্যাপ্টেন মিতালিকে প্রশ্ন করা হয়, তার প্রিয় পুরুষ ক্রিকেটার কে? যার উত্তরে মিতালি পাল্টা প্রশ্ন করেন, ‘‘আপনি কি এই একই প্রশ্ন কোনও পুরুষ ক্রিকেটারকে করেন? আপনি কি জানতে চান যে তাঁর প্রিয় মহিলা ক্রিকেটার কে?’’ এখানেই না থেমে মিতালি আরও বলেন, ‘‘আমাকে প্রায়ই শুনতে হয় আমার প্রিয় পুরুষ ক্রিকেটার কে? এই একই প্রশ্ন আপনাদের কোনও পুরুষ ক্রিকেটারকেও করা উচিত, কে তাঁর প্রিয় মহিলা ক্রিকেটার।’’
ভারতের মতো দেশে ক্রিকেট এত জনপ্রিয় হলেও পুরুষ ক্রিকেটারদের মতো মেয়ে ক্রিকেটারদেরও যে সমান চোখে দেখা হয় না সেটা বুঝিয়ে দিয়ে মিতালি বলেছেন, ‘‘আমাদের তো টিভিতে নিয়মিত দেখানো হয় না, তাই অনেক পার্থক্য রয়েছে। বিসিসিআই উদ্যোগ নিয়েছিল শেষ দুটো হোম সিরিজ যাতে টিভিতে দেখানো হয়, সোশ্যাল মিডিয়াতেও এখন এ ব্যাপারে অনেক ইতিবাচক সাড়া পাওয়ার যায়। তবে মেয়েদের ক্রীকেটে স্বীকৃতি পাওয়ার জায়গা থেকে এখনও অনেক পার্থক্য রয়ে গিয়েছে।’’ মিতালির এই পাল্টা প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেয়। অনেকেই ভারতের ক্যাপ্টেনের প্রশংসা করেন।