Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ম্যাচের সেরা বাছার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন সঞ্জয়

কেন ভারতীয় দলে নেই দেবজিৎ মজুমদার তা নিয়ে প্রশ্ন তুললেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন। দাবি তুললেন, স্টিভন কনস্ট্যান্টাইনের উচিত তাঁকে এখনই দলে নেওয়া। ‘‘অনেক কিপারকে ডাকা হয়েছে যারা একটা ম্যাচই ভাল খেলেছে। দেবজিৎ পাঁচটা ম্যাচের তিনটেয় ম্যাচের সেরা। ও সুযোগ পাবে না কেন?’’ আই লিগ কোচ-কর্তাদের বিচারে এ বার দেশের সেরা গোলকিপার নির্বাচিত হন বাগানের দেবজিৎ।

সংবর্ধনা। এন্টালির আনন্দ পালিত রোডে মোহনবাগান ফ্যান ক্লাবের অনুষ্ঠানে বিক্রমজিৎ সিংহ ও গার্সিয়া। মঙ্গলবার। ছবি: শঙ্কর নাগ দাস।

সংবর্ধনা। এন্টালির আনন্দ পালিত রোডে মোহনবাগান ফ্যান ক্লাবের অনুষ্ঠানে বিক্রমজিৎ সিংহ ও গার্সিয়া। মঙ্গলবার। ছবি: শঙ্কর নাগ দাস।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০১৫ ০৩:৩২
Share: Save:

কেন ভারতীয় দলে নেই দেবজিৎ মজুমদার তা নিয়ে প্রশ্ন তুললেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন। দাবি তুললেন, স্টিভন কনস্ট্যান্টাইনের উচিত তাঁকে এখনই দলে নেওয়া। ‘‘অনেক কিপারকে ডাকা হয়েছে যারা একটা ম্যাচই ভাল খেলেছে। দেবজিৎ পাঁচটা ম্যাচের তিনটেয় ম্যাচের সেরা। ও সুযোগ পাবে না কেন?’’ আই লিগ কোচ-কর্তাদের বিচারে এ বার দেশের সেরা গোলকিপার নির্বাচিত হন বাগানের দেবজিৎ। বেঙ্গালুরুতে ফাইনালের পর জাতীয় কোচ স্টিভনই পুরষ্কারটা দেন। বাগান ম্যানেজার সত্যজিৎ নেন সেই পুরষ্কার।
এ দিকে, সনি-বোয়ারা কলকাতায় ফেরার তিরিশ ঘণ্টা পরও বাগান তাঁবুতে কাপ-উন্মাদনা অব্যাহত। দলে দলে সবুজ-মেরুন সমর্থকের কাপের সঙ্গে ছবি তোলার ভিড়। শিল্টন-কাতসুমি-সনি পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। ক্লাবে নতুন মরসুমের চুক্তি করতে এসেছিলেন ব্রাজিলিয়ান ফিজিও গার্সিয়া। তাঁর সঙ্গেও অনেকে ছবি তুললেন। মরসুম শেষে কর্তারা অনেকেই বিদেশে বা ছুটি কাটাতে। দল নিয়ে কোচের সঙ্গে তাঁদের আলোচনায় বসার কথা। তার আগে কোচের সঙ্গে নতুন করে চুক্তি করে নিতে চান তাঁরা। গতবার সঞ্জয় মাঝপথে দায়িত্ব নিয়েছিলেন। এ বার তিনি দায়িত্ব নেওয়ার আগে কিছু শর্ত দিচ্ছেন বলে খবর। যা তাঁকে লিখিত ভাবে জানাতে বলেছেন কর্তারা। সঞ্জয় বলেন, ‘‘এটা ক্লাবের সঙ্গে আমার ব্যক্তিগত ব্যাপার।’’ তিনি জানালেন, অগস্টের প্রথম সপ্তাহে কলকাতা লিগ হলে ছয় সপ্তাহ আগে প্রস্তুতি শুরু করতে চান।

পরের মরসুম নিয়ে এর বেশি ভাববেন কী, সংবর্ধনা আর অভিনন্দন নিতে নিতেই ক্লান্ত সঞ্জয়। মোবাইল ভরে গিয়েছে আর্মান্দো কোলাসো-সহ অসংখ্য প্রাক্তন কোচ-ফুটবলার- সদস্যের শুভেচ্ছা বার্তায়। হাইকোর্টের পাশের রেলের যে দফতরে সঞ্জয় চাকরি করেন সেখানে বিভিন্ন বিভাগ থেকে এ দিন শুভেচ্ছা জানানো হয় তাঁকে। চেতলার বাড়িতেও মানুষের ভিড় সকাল থেকে রাত। বলছিলেন, ‘‘ট্রফিটা পাওয়ার জন্য মোহনবাগান সমর্থকরা কতটা অপেক্ষায় ছিলেন বুঝতে পারছি।’’

আই লিগ ট্রফির সঙ্গে সেলফি। মঙ্গলবার মোহনবাগান তাঁবুতে। ছবি: উৎপল সরকার।

দেবজিৎকে জাতীয় দলে না নেওয়া নিয়ে সরব হওয়ার পাশাপাশি সঞ্জয় প্রশ্ন তুলে দিলেন ম্যাচের সেরা বাছার পদ্ধতি নিয়েও। ‘‘অনেক ক্ষেত্রে ম্যাচের সেরা নির্বাচন নিয়ে আমার মনে প্রশ্ন আছে। যাঁরা বাছছেন তাঁদের টেকনিক্যাল জ্ঞান কি প্রাক্তন ফুটবলার বা কোচের মতো?’’ ফেডারেশনের নিয়মে আই লিগের ম্যাচের সেরা বাছেন ম্যাচ কমিশনর। যাঁরা সবাই প্রাক্তন রেফারি।

যুবভারতীতে রাজ্য সরকারের অনুমোদন: অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের জন্য মনোনীত বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের পরিকাঠামো উন্নয়নের জন্য যাবতীয় সহায়তার আশ্বাস দিল রাজ্য সরকার। রাজ্যের যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘ফিফা যুবভারতী ক্রীড়াঙ্গনকে মনোনীত করেছে। এই বাপারে রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন হয়। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুমোদন দিয়েছেন।’’

অনূর্ধ্ব-১৬ এফএসি কাপ ভারতে: আগামী বছর অনূর্ধ্ব-১৬ এএফসি কাপের আসর বসছে ভারতে। এক বছর আগে টুর্নামেন্টের আয়োজন করতে চেয়ে এএফসিতে আবেদন করেছিল ভারত। এ দিন অনুমতি পেল ফেডারেশন।

অন্য খেলায়: খড়দহ স্পোর্টস অ্যাকাডেমি আয়োজিত অনূর্ধ্ব ১৯ ফুটবলে কালীঘাট এমএস ৪-০ গোলে হারাল ভবানীপুরকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE