Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৩ অক্টোবর ২০২১ ই-পেপার

এফএসডিএল-এর বৈঠকে হয়ত থাকছে না এসসি ইস্টবেঙ্গল, চাপানউতোর ক্লাব-বিনিয়োগকারীর

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ১৫ জুন ২০২১ ২৩:৫৮
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বুধবার আইএসএল-এর সব দলের সঙ্গে বৈঠকে বসবে এফএসডিএল। তবে চূড়ান্ত চুক্তিপত্রে সই না হওয়ায় এই সভায় হয়ত থাকছে না এসসি ইস্টবেঙ্গল। এই সভায় ক্লাব লাইসেন্সিং, ব্যাঙ্ক আমানতের বিষয় আলোচনা হওয়ার কথা। এই সভায় এসসি ইস্টবেঙ্গল না থাকলে এ মরসুমে আইএসএল খেলা নিয়ে সমস্যায় পড়তে হতে পারে।

বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের কর্তারা এর দায় ক্লাব কর্তাদের ঘাড়ে চাপালেও নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, ‘‘খেলাধুলোর স্বত্ব রয়েছে বিনিয়োগকারীদের কাছে। তাহলে এফএসডিএল-এর সভায় ওঁরা যাবেন, এটাই স্বাভাবিক। আমাদের জন্য যদি ওঁরা যেতে না পারেন তবে তা আমাদের সরাসরি জানাচ্ছেন না কেন? আমাদের সংবাদমাধ্যমের থেকে জানতে হচ্ছে কেন ? আমরা এখনও আমাদের অবস্থানে অনড়। চূড়ান্ত চুক্তিপত্রের ত্রুটি ঠিক না হওয়া পর্যন্ত আমরা সই করব না। আশা করব ওঁরা আমাদের কথা শুনবেন।’’

এদিকে মঙ্গলবার শহরে শ্রী সিমেন্টের বিরুদ্ধে পোস্টার হাতে দেখা যায় কিছু ইস্টবেঙ্গল সমর্থককে। তাঁদের দাবি ঐতিহ্যের ইস্টবেঙ্গল ক্লাব বিক্রি করা চলবে না। ক্লাবের এক কর্মকর্তার দাবি, ‘‘এই বিক্ষোভ প্রমাণ করে দেয় ক্লাবের সদস্যরা আমাদের পাশেই রয়েছেন।’’

Advertisement

আরও পড়ুন

Advertisement