Advertisement
২৪ এপ্রিল ২০২৪
দশ দফা পরিকল্পনা প্রেসিডেন্ট অনুরাগের

ভারতীয় কোচ বাছাই নিয়ে নির্লিপ্ত শাস্ত্রী

ভারতীয় টিমের দায়িত্বে কে আসবেন এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই তৈরি হয়েছে গুঞ্জন— টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হিসেবে রবি শাস্ত্রীকে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি। ধোনি-বিরাটদের প্রাক্তন টিম ডিরেক্টর শাস্ত্রী অবশ্য এই আলোচনায় ঢুকতে নারাজ। বরং তিনি বলছেন, ‘‘কোচ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় বোর্ড। ওরা আগে সিদ্ধান্ত নিক। তার পর এ ব্যাপারে মন্তব্য করা যাবে।’’

বরুণ বর্মনের অ্যাকাডেমিতে রবি শাস্ত্রী। ছবি: সুদীপ্ত ভৌমিক

বরুণ বর্মনের অ্যাকাডেমিতে রবি শাস্ত্রী। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ০৩:২৫
Share: Save:

ভারতীয় টিমের দায়িত্বে কে আসবেন এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই তৈরি হয়েছে গুঞ্জন— টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হিসেবে রবি শাস্ত্রীকে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

ধোনি-বিরাটদের প্রাক্তন টিম ডিরেক্টর শাস্ত্রী অবশ্য এই আলোচনায় ঢুকতে নারাজ। বরং তিনি বলছেন, ‘‘কোচ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় বোর্ড। ওরা আগে সিদ্ধান্ত নিক। তার পর এ ব্যাপারে মন্তব্য করা যাবে।’’

কোচ বাছাইয়ের দিকে এ দিন একধাপ এগিয়ে গেল বিসিসিআই। বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসে অনুরাগ ঠাকুর যে দশ দফা কর্মসূচি এ দিন নিলেন, তার মধ্যে অন্যতম হল জাতীয় কোচের জন্য আবেদন পত্র চাওয়া। এই নিয়ে বোর্ড আজ-কালের মধ্যেই বিজ্ঞাপন দেবে এবং আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ঠিক করা হয়েছে ১০ জুন। বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটির সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘মাস দুয়েকেই কোচ ঠিক হয়ে যাবে।’’ যার অর্থ ১১ জুন শুরু জিম্বাবোয়ে সফরে ভারত যাবে কোচ ছাড়াই। এ দিন একই সঙ্গে ঠিক হয়ে গেল নতুন বোর্ড সচিব হচ্ছেন অজয় শিরকে।

রবিবার সকালে রবীন্দ্র সরোবরে নতুন চেহারার আদিত্য বরুণ বর্মন অ্যাকাডেমির উদ্বোধন করতে যান শাস্ত্রী। সেখানেই অ্যাকাডেমি পুনরুজ্জীবিত করার প্রধান ব্যক্তি অনির্বাণ আদিত্যর সঙ্গে উদ্বোধনের কেক কেটে শাস্ত্রী বলে যান, ‘‘ঘরোয়া ক্রিকেটে কপিলের চেয়েও বরুণের বলের গতি সামলাতে অসুবিধা হত। বাংলা থেকে জাতীয় দলে ক্রিকেটারের সংখ্যা এখন কম। আশা করি সেই খেদ মেটাতে সফল হবে এই অ্যাকাডেমি।’’

বছর তেরো আগে এই অ্যাকাডেমি শুরু করেছিলেন বাংলার প্রাক্তন পেসার বরুণ বর্মন। এ বার নতুন স্পনসর পেয়ে ঢেলে সেজেছে অ্যাকাডেমি। ছেলেদের পাশাপাশি মেয়েরা এবং দৃষ্টিহীন ক্রিকেটারদেরও প্রশিক্ষণ দেবেন তিনি। সঙ্গে থাকবেন সৌরাশিস লাহিড়ী, রণদেব বসু, রাজেশ দানি, পুলক দাসরা। এ দিন অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক লক্ষ্মীরতন শুক্ল, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, সিএবি কর্তা বিশ্বরূপ দে-সহ অনেকেই। বিরাট কোহালি নিয়েও মন্তব্য করেন শাস্ত্রী। বলে যান, ‘‘কেরিয়ারে সোনালি সময়ের মধ্য দিয়ে হাঁটছে বিরাট। এতে লাভবান হচ্ছে ভারতীয় ক্রিকেট।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ravi Shastri Varun Burman Indian coach
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE