শুক্রবার ৩৭-এ পা দিলেন এমএস ধোনি। শনিবার ৪৫-এ পা দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
দুই প্রাক্তন ভারত অধিনায়কের জন্মদিন নিয়েই তুমুল ব্যস্ত সোশ্যাল মিডিয়া। ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যেমন আগের দিন থেকেই লাখ লাখ পোস্ট হয় ফেসবুক, টুইটারে। তেমন ৪৫ পূর্ণ হওয়ার আগের দিন থেকে সৌরভের জন্মদিন নিয়েও আলাদা একটা হ্যাশট্যাগ তৈরি হয়ে যায়। তবে শুক্রবার ৩৬তম জন্মদিনটা যে ভাবে কাটালেন ধোনি, শনিবার তাঁর ৪৫তম জন্মদিন সে ভাবে বোধহয় কাটাতে পারবেন না সৌরভ। জন্মদিনে সারা দিন শহরেই থাকতে পারছেন না যে।
জামাইকায় বৃহস্পতিবার ভারতীয় দলের সিরিজ জয়ের আনন্দের সঙ্গে যোগ হয় ধোনির জন্মদিনের খুশিও। সাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে হারিয়ে ওয়ান ডে সিরিজ জিতে টিম হোটেলে ফেরার পর তাই শুরু হয়ে যায় ভারতীয় দলের সিরিজ জয়ের সেলিব্রেশন। পরের উৎসবটা অবশ্য গোপনই রাখা হয়েছিল ধোনির কাছে। একেবারেই জানতে দেওয়া হয়নি তাঁকে।