নবান্নের দরজায় হাজির এ বার সিএবি-র নির্বাচনী যুদ্ধের উত্তাপ।
বৃহস্পতিবার দুপুরে সৌরভ গঙ্গোপাধ্যায় পা রাখলেন নবান্নে। কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর সেই খবর কয়েক মিনিটের মধ্যে বঙ্গ ক্রিকেটের আকাশে ছড়িয়ে দিল অসংখ্য জল্পনা।
আর তার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই সৌরভ বিরোধী-শিবিরও নেমে পড়ল পাল্টা লড়াইয়ে। শোনা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই তাঁরাও কড়া নাড়তে চলেছে নবান্নে। মমতার আশীর্বাদের আশায়। ময়দান জুড়ে জোর আলোচনা, বিরোধী শিবিরে এক মন্ত্রীর প্রচ্ছন্ন মদত আছে।