Advertisement
২৪ এপ্রিল ২০২৪

রাজধানীতে সভা ডাকার চেষ্টায় শ্রীনি

ভারতীয় বোর্ডের প্রশাসকের দলের হুঁশিয়ারি নিয়ে শ্রীনিবাসনের নেতৃত্বে এক জোট হওয়ার চেষ্টা করছেন কর্তারা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৫৯
Share: Save:

ভারতীয় বোর্ডের প্রশাসকের দলের হুঁশিয়ারি নিয়ে শ্রীনিবাসনের নেতৃত্বে এক জোট হওয়ার চেষ্টা করছেন কর্তারা। বিশ্বস্ত সূত্রে খবর, দিল্লিতে রবিবার বৈঠক ডাকার তোড়জোর করছেন শ্রীনি। সেখানে সমস্ত রাজ্য সংস্থার প্রতিনিধিকেই ডাকা হচ্ছে। সেই বৈঠকে ঠিক হবে পর্যবেক্ষকদের হুঁশিয়ারির প্রেক্ষিতে রাজ্য সংস্থাগুলি কী পদক্ষেপ করবে।

মাঝে বোর্ড থেকে কার্যত উৎখাত হলেও লোঢা কমিটির সুপারিশ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরে সদস্যদের মধ্যে পুরনো আনুগত্য ফিরে পেয়েছেন শ্রীনি। বেঙ্গালুরুতে ইতিমধ্যেই তিনি এক বার বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কার্যত সব রাজ্য সংস্থার প্রতিনিধিরাই এসেছিলেন। নতুন সংকটেও তিনি নেতৃত্ব ভার তুলে নিয়েছেন বলে খবর। এ বার দিল্লিতে কেন বৈঠক? এক শ্রীনি অনুগামী বললেন, ‘‘সব কর্তাদের আসার জন্য দিল্লিই সবচেয়ে সুবিধে জনক দেখাচ্ছে।’’ যদিও রাজধানীতে শ্রীনি-পরিকল্পিত বৈঠকের কারণ নিয়ে জল্পনা তুঙ্গে।

পর্যবেক্ষকেরা ই-মেল মারফত বোর্ডের অনুমোদিত সমস্ত রাজ্য সংস্থাকে বলে দিয়েছে, লোঢা কমিটির সুপারিশ অবিলম্বে মেনে নিতে। যদি তারা তা না মানে তা হলে রাজ্য সংস্থাতেও পর্যবেক্ষক বসিয়ে দেওয়া হতে পারে। বেশির ভাগ রাজ্য এই নির্দেশ মেনে নিতে নারাজ। তাই শ্রীনি এ বারেও ভাল সংখ্যক সদস্যদের নিয়ে বৈঠক করে ফেললে অবাক হওয়ার থাকবে না। যদিও এই বৈঠকের কী তাৎপর্য থাকতে পারে, তা নিয়ে দ্বিমত থেকেই যাচ্ছে। বিদ্রোহী কর্তাদের বক্তব্য আদৌ আদালত শুনবে কি না, ঠিক নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

N. Srinivasan BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE