Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sports News

ব্যাটে-বলে ফ্লপ ভারত, অবহেলায় হারাল ইংল্যান্ড

টেস্ট ও ওয়ান ডে সিরিজ হারের পর ইংল্যান্ডের সামনে এখন একটাই লক্ষ্য টি২০ সিরিজে ভাল কিছু করে দেখানো। উল্টোদিকে, ভারতীয় দলের সামনেও তিন সিরিজেই বাজিমাতের টার্গেট।কিন্তু শুরুটা ভাল হল না ভারতের। হেরেই শুরু হল টি২০ সিরিজ।

ইয়ন মর্গ্যান ও বিরাট কোহালি। -ফাইল চিত্র।

ইয়ন মর্গ্যান ও বিরাট কোহালি। -ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৭ ১৬:২৯
Share: Save:

ভারত ১৪৭/৭ (২০ ওভার)

ইংল্যান্ড ১৪৮/৩ (১৮.১/২০ ওভার)

সাত উইকেটে প্রথম টি২০ জিতে নিল মর্গ্যান ব্রিগেড।

• ১৯তম ওভারের প্রথম বলেই জয়ের একরান তুলে নিল ইংল্যান্ড।

• জিততে দরকার ১ রান। হাতে রয়েছে ১২ বল।

• ১৮ ওভারে ইংল্যান্ড ১৪৭/৩।

• এই ওভার থেকে এল ১৫ রান।

• ১৭ ওভারে ইংল্যান্ড ১৩২/৩।

• পরের বল স্টাম্পে লাগল।

• বুমরাহর বলে বোল্ড হয়েও আউট হলে না রুট। তৃতীয় আম্পায়ার নো বল দিলেন।

• ১৬ ওভারে ইংল্যান্ড ১২৯/৩।

• ৩০ রানে ব্যাট করছেন জো রুট।

• ব্যাট করতে এলেন বেন স্টোকস।

• ২৮ বলে ইংল্যান্ডের দরকার ২২ রান।

• পরভেজ রসুলের বলে রায়নাকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন ইয়ন মর্গ্যান।

• আউট...

• ইংল্যান্ড অধিনায়ক ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করলেন।

• ১৫ ওভারে ইংল্যান্ড ১২০/২।

• বাউন্ডারি থেকে বাঁচালের চার রান।

• দুরন্ত ফিল্ডিং সুরেশ রায়নার।

• ১৪ ওভারে ইংল্যান্ড ১১৪/২।

• জিততে হলে ইংল্যান্ডকে করতে হবে ৩৭ বলে ৩৫ রান।

• ৪০ রানে ব্যাট করছেলন ইয়ন মর্গ্যান।জো রুট ২৬এ।

• পরভেজ রসুলকে মর্গ্যানের ছক্কা।

• ১৩ ওভারে ইংল্যান্ড ১০৩/২।

• ১২ ওভারে ইংল্যান্ড ৯৪/২।

• ছক্কা বাঁকালেন মর্গ্যান।

• বল করতে এলেন রায়না।

• ১১ ওভারে ইংল্যান্ড ৮২/২।

• ৫৫ বলে ইংল্যান্ডের দরকার ৬৭ রান।

• ২২ রানে ব্যাট করছেন ইয়ন মর্গ্যান ও ১৪ রানে জো রুট।

• ১০ ওভারে ইংল্যান্ড ৭৬/২।

• এই ওভার থেকে এল ১২ রান।

• চাহালকে মর্গ্যানের ওভার বাউন্ডারি।

• চাহালকে রুটের বাউন্ডারি।

• ৯ ওভারে ইংল্যান্ড ৬৪/২।

• রান থামালেন বুমরাহ।

• ৮ ওভারে ইংল্যান্ড ৬২/২।

• ৭ ওভারে ইংল্যান্ড ৫৭/'২।

• ৬ ওভারে ইংল্যান্ড ৪৮/২।

• চাহালের ওভারে এল ২ রান।

• ৫ ওভারে ইংল্যান্ড ৪৬/২।

• এই ওভারে দিলেন মাত্র ৩ রান।

• বল করতে এলেন পরভেজ রসুল।

• ৪ ওভারে ইংল্যান্ড ৪৩/২।

• জো রুটের সঙ্গে ব্যাট করতে এলেন ইয়ন মর্গ্যান।

• চাহালের বলে বোল্ড বিলিংস। করলেন ২২ রান।

• আউট...

• চাহালের বলে বোল্ড জেসন রয়। করলেন ১৯ রান।

• আউট...

• চাহালকে ওভার বাউন্ডারি জেসন রয়।

• ৩ ওভারে ইংল্যান্ড ৩৬/০।

• এই ওভারে এল ১২ রান।

• নেহরাকে ছক্কা হাঁকালেন জেসন রয়।

• ২ ওভারে ইংল্যান্ড ২৪/০।

• এই ওভারে এল ২০ রান। যেখানে রয়েছে তিনটি বাউন্ডারি, একটি ওভার বাউন্ডারি।

• বুমরাহকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করল বিলিংস।

• বল করতে এলেন বুমরাহ।

• ১ ওভারে ইংল্যান্ড ৪/০।

• বল করছেন নেহরা।

• ব্যাট করতে এলেন জেসন রয় ও স্যাম বিলিংস।

• ইংল্যান্ডের ব্যাটিং শুরু।

চাহালের জোড়া উইকেট কাজে লাগল না।

• ৩৬ রান করে অপরাজিত থাকলেন ধোনি।

• শেষ ওভারে এল ১২ রান।

• ২০ ওভারে ভারত ১৪৭/৭।

• ব্যাট করতে এলেন বুমরাহ।

• রান আউট হয়ে প্যাভেলিয়নে ফিরলেন পরভেজ রসুল। করলেন মাত্র ৫ রান।

• আউট...

• ধোনির জোড়া বাউন্ডারি।

• ব্যাট করছেন ধোনি ও রসুল। বল করতে এলেন জর্ডন।

• শেষ ওভার।

• ১৯ ওভারে ভারত ১৩৫/৬।

• ১৮ ওভারে ভারত ১২৮/৬।

• এই ওভারে ৬ রান নিল ভারত।

• ১৭ ওভারে ভারত ১২২/৬।

• ১৫ রানে ব্যাট করছেন ধোনি।

• ধোনির সঙ্গে ব্যাট করতে এলেন পারভেজ রসুল।

• হার্দিক পাণ্ড্য করলেন ৯ রান।

• মিলসের বলে বিলিংকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন হার্দিক।

• আউট...

• ১৬ ওভারে ভারত ১১৬/৫।

• স্টোকসকে ধোনির বাউন্ডারি।

• ১৫ ওভারে ভারত ১০৬/৫।

• এই ওভার থেকে এল মাত্র ৩ রান।

• ইংল্যান্ড বোলিংয়ের সামনে বড় শট নিতে ব্যর্থ ধোনিরা।

• ১৪ ওভারে ভারত ১০৩/৫।

• ব্যাট করতে এলেন হার্দিক পান্ড্য।

• মইন আলির বলে ৩ রান করে প্যাভেলিয়নে ফিরলেন মনীশ।

• আউট...

• ১৩ ওভারে ভারত ৯৮/৪।

• ধোনির সঙ্গে ব্যাট করতে এলেন মনীশ পাণ্ডে।

• বেন স্টোকসের বলে ৩৪ রান করে বোল্ড হলেন সুরেশ রায়না।

• আউট...

• পরের বলেই বোল্ড হয়ে ফিরলেন তিনি।

• বেন স্টোকসকে ওভার বাউন্ডারি রায়নার।

• ১২ ওভারে ভারত ৮৮/৩।

• ১১ ওভারে ভারত ৮২/৩।

• রায়নার সঙ্গে ব্যাট করতে এলেন ধোনি।

• তৃতীয় আম্পায়ারও দেখে আউট দিলেন। এমনিতে মনে হচ্ছিল বল মাটি ছুয়েছে।

• প্লাঙ্কেটের বলে ক্যাচ তুলে দিলেন রশিদকে। করলেন ১২ রান।

• আউট....

লোকেশ রাহুলের উইকেট নেওয়ার পর জর্ডন ও মর্গ্যানের সেলিব্রেশন।

• ১০ ওভারে ভারত ৭৫/২।

• যুবরাজের বাউন্ডারি।

• ব্যাট করছেন সুরেশ রায়না ও যুবরাজ সিংহ।

• ৯ ওভারে ভারত ৬৮/২।

• এই ওভার থেকে এল ১০ রান।

• রায়নার বাউন্ডারি।

• ৮ ওভারে ভারত ৫৮/২।

• সুরেশ রায়নার সঙ্গে ব্যাট করতে এলেন যুবরাজ সিংহ।

• ওপেন করতে নেমে ২৯ রান করলেন বিরাট।

• মইন আলির বলে মর্গ্যানকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন অধিনায়ক কোহালি।

• আউট...

• ৭ ওভারে ভারত ৫৫/১।

• বল করতে এলেন বেন স্টোকস।

• ৬ ওভারে ভারত ৪৭/১।

• এই ওভার থেকে এল ১১ রান।

• রায়নার জোড়া বাউন্ডারি।

• ৫ ওভারে ভারত ৩৬/১।

• ব্যাট করতে এলেন সুরেশ রায়না।

• জর্ডনের বলে রশিদকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন লোকেশ রাহুল।

• আউট......

ওপেন করতে এলেন বিরাট কোহালি।

• ৪ ওভারে ভারত ৩৩/০।

• এই ওভার থেকে এল ১১ রান।

• বিরাট কোহালির জোড়া বাউন্ডারি।

• ১২ রানে ব্যাট করছেন বিরাট কোহালি। লোকেশ রাহুল ৭।

• ৩ ওভারে ভারত ২২/০।

• তৃতীয় ওভার থেকে এল ৬ রান।

• ২ ওভারে ভারত ১৬/০।

• কোহালির বাউন্ডারি।

• ১ ওভারে ভারত ৯/০।

• প্রথম ওভারের শেষ বলে রাহুলের বাউন্ডারি।

• তৃতীয় বলেই বাউন্ডারি হাঁকালেন বিরাট।

• লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে নামলেন অধিনায়ক বিরাট কোহালি।

• খেলা শুরু।

• টস জিতে ফিল্ডিং নিল ইংল্যান্ড।

টেস্ট ও ওয়ান ডে সিরিজ হারের পর ইংল্যান্ডের সামনে এখন একটাই লক্ষ্য টি২০ সিরিজে ভাল কিছু করে দেখানো। উল্টোদিকে, ভারতীয় দলের সামনেও তিন সিরিজেই বাজিমাতের টার্গেট। শেষ ওয়ান ডে দলে বেশ কিছু পরিবর্তন করেই টি২০ সিরিজ খেলতে নামছে ভারত। ইংল্যান্ড অবশ্য দলে বিশেষ কিছু পরিবর্তন করেনি। বরং এক দল নিয়েই টি২০তে ভারতের মাটিতে ভারতকে মাত দেওয়ার কথাই বলেছেন অধিনায়ক ইয়ম মর্গ্যান। বিরাট কোহালি কিন্তু আত্মবিশ্বাসী। একদল জুনিয়রমুখ নিয়ে আবারও ইংল্যান্ডকে চাপে ফেলতে তৈরি বিরাট বাহিনী। কানপুরে প্রথম টি২০তে টস জিতে এগিয়ে থাকল ইংল্যান্ডই। টস জিতে ফিন্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ইয়ন মর্গ্যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Eoin Morgan India Vs England T20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE