Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

ব্যাটের আঘাতে ভাঙা কাঁচে আহত তামিম

ঘটনার কথা বলতে গিয়ে তামিম বলেন, ‘‘দরজাটা ধাক্কা দেওয়ামাত্র কাচ ভেঙে আমার গায়ের ওপর পড়ল। আমিও মাটিতে পড়ে গেলাম। আমার প্যাডগুলো দেখলে বুঝতে পারতেন কত ভয়ঙ্করর ছিল সেটা। প্যাড না থাকলে এর চেয়েও খারাপ কিছু হতে পারত।’’

তামিম ইকবাল। —ফাইল চিত্র।

তামিম ইকবাল। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৭ ১৯:১৩
Share: Save:

প্রস্তুতি ম্যাচে মাত্র ২৭ রান করে প্যাভেলিয়নে ফিরতে হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখেই এই প্রস্তুতি শিবির। কিন্তু সেখানে দুর্ঘটনা ঘটিয়ে চাপে পড়ে গেলেন স্বয়ং তামিম ইকবাল। বেশ বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন তিনি।

ঘটনাটি গত বুধবারের। মাঠ থেকে বেরিয়ে ড্রেসিংরুমের সামনের বারান্দায় ওঠার সময় তামিমের নিজেরই ব্যাটের আঘাত লাগে সামনের দরজার কাঁচে। সেই দরজায় হাত দিয়ে ধাক্কা দিতেই সেটি ভেঙে পড়ায় তামিম নিজের ভারসাম্য ঠিক রাখতে না পেরে পড়ে যান সেই কাচের ওপরই। হেলমেট আর প্যাড থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান তিনি। তবে পেটে ঢুকে যায় বেশ কিছু কাঁচের টুকরা। চোটের জায়গায় চারটি সেলাই পড়েছে।

আরও পড়ুন

শ্রীলঙ্কার ফলো-অন, তৃতীয় টেস্ট শেষ হতে পারে তিন দিনেই

নিজেকেই ট্রোল করলেন বীরেন্দ্র সহবাগ!

ঘটনার কথা বলতে গিয়ে তামিম বলেন, ‘‘দরজাটা ধাক্কা দেওয়ামাত্র কাচ ভেঙে আমার গায়ের ওপর পড়ল। আমিও মাটিতে পড়ে গেলাম। আমার প্যাডগুলো দেখলে বুঝতে পারতেন কত ভয়ঙ্করর ছিল সেটা। প্যাড না থাকলে এর চেয়েও খারাপ কিছু হতে পারত।’’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের পরের দুই দিন বৃহস্পতিবার ও শুক্রবার মাঠে ছিলেন না তামিম। শনিবার দলের সঙ্গে ঢাকায় ফিরেছেন। ঢাকাতে প্রস্তুতি ম্যাচের অনুশীলন করবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে সে ম্যাচগুলোতে তামিম খেলতে পারবেন কি না এখনও নিশ্চিত নয়। সেলাই কাটা হলে অবস্থা পর্যবেক্ষণ করে তারপরই অনুশীলনে ফেরার সিদ্ধান্ত সময় ঠিক করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE