Advertisement
২০ এপ্রিল ২০২৪
Srilankan Cricket bus attacked

লাহৌরে খতম সঙ্গাকারাদের বাসে হামলাকারী তিন জঙ্গি

ফিরে এল ২০০৯ এ পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে হামলার স্মৃতি। এত বছর পর। তার পর থেকে পাকিস্তানে বন্ধই হয়ে গিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট। সেই বাসে হামলাকারী তিন জঙ্গির রবিবার মৃত্যু হল পুলিশের এনকাউন্টারে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৬ ১৯:৩২
Share: Save:

ফিরে এল ২০০৯ এ পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে হামলার স্মৃতি। এত বছর পর। তার পর থেকে পাকিস্তানে বন্ধই হয়ে গিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট। এতদিন অধরা থাকার পর সেই বাসে হামলাকারী তিন জঙ্গির রবিবার মৃত্যু হল পুলিশের এনকাউন্টারে। কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের কাছে খবর যায় লাহৌরের কাছে মানাওয়ানের কাছে একটি বাড়িতে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেই মতোই পুলিশ সেখানে পৌঁছলে পাল্টা আক্রমণ শুরু করে জঙ্গিরা। প্রায় দেড় ঘণ্টার লড়াইয়ের পর মৃত্যু হয় জঙ্গিদের। সাত জঙ্গির মধ্যে মুত্যু হয় চার জনের। এই জঙ্গিরা যুক্ত ছিল লাহৌরে শ্রীলঙ্কা ক্রিকেট বাসে হামলার সঙ্গে। বাকি তিনজন পালিয়ে গেলেও খোঁজ চলছে।

৩ মার্চ ২০০৯ এ এই আক্রমণ হয় শ্রীলঙ্কার ক্রিকেট বাসের উপর। সেই আক্রমণে আহত হয়েছিলেন সাতজন ক্রিকেটার। তার মধ্যে ছিলেন মাহেলা জয়বর্ধনে, কুমার সঙ্গাকারা, অজন্তা মেন্ডিস, থিলান সমরাবেরা, থরাঙ্গা পরানাভিতানা ও চামিন্দা ভাস। সেই আক্রমণের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন মৃতদের মধ্যে তিন জন।

আরও খবর

শেষ বলটা খেলতেই পারিনি, মেনে নিলেন ধোনি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Srilanka lahore Terrorist Attack 2009
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE