Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৪ জানুয়ারি ২০২২ ই-পেপার

খেলা

ওয়ান ডে-তে বছরের সেরা ৬ বোলিং পারফরম্যান্স

নিজস্ব প্রতিবেদন
২৯ ডিসেম্বর ২০১৭ ০৯:৪০
ট্রেন্ট বোল্ট থেকে রশিদ খান বা জস হ্যাজেলউড— চলতি বছর অসাধারণ বোলিং করেছেন একাধিক বোলার। এ বছর মোট ওয়ান ডে ম্যাচ হয়েছে ১৩১টি। এক নজরে দেখে নেওয়া যাক চলতি বছরের সেরা ৬ বোলিং পারফরম্যান্স।

রশিদ খান: গ্রস আইলেটের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ২১৩ রানের লক্ষ্য রেখেছিল আফগানিস্তান। কিন্তু রশিদ খানের সামনে মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায় তারা। ৮.৪ ওভারে ১৮ রান দিয়ে ৭ উইকেট নেন তিনি।
Advertisement
ট্রেন্ট বোল্ট: এ ক্ষেত্রেও বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ব্ল্যাক ক্যাপসদের হয়ে ক্রাইস্টচার্চের মাঠে ৩৪ রানে ৭ উইকেট নিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। তাঁর দাপটে ২০৪ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড।

ট্রেন্ট বোল্ট: তিন নম্বরেও থাকছেন ট্রেন্ট বোল্ট। চলতি বছর ফেব্রুয়ারিতে হ্যামিল্টনে অজিদের বিরুদ্ধে ৩৩ রানে ছ’উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচে শতরান করেছিলেন রস টেলর। ২৪ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড।
Advertisement
জহুর খান: চারে সংযুক্ত আরব আমিরশাহির মিডিয়াম পেসার জহুর খান। দুবাইয়ে আইরিশদের বিরুদ্ধে ম্যাচে ৩৪ রানে ছ’উইকেট নিয়েছিলেন তিনি। অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের শতরানে অবশ্য সহজেই ম্যাচ জেতে আয়ারল্যান্ড।

রশিদ খান: তালিকার পাঁচ নম্বরে ফের আফগান স্পিনার রশিদ খান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪৩ রানে ছ’উইকেট নিয়েছিলেন তিনি। ৩৪ রানে ম্যচ হারে আয়ারল্যান্ড।

জস হ্যাজেলউড: তিন উইকেটে ২৫৪ থেকে পরের ৫ ওভারের মধ্যে ২৯১ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। সৌজন্যে জস হ্যাজেলউড। ৫২ রানে ছ’উইকেট নিয়েছিলেন অজি পেসার।