ইস্টবেঙ্গল না ছাড়লে বা অন্য কোনও রাস্তায় সমঝোতা না হলে অবিনাশ রুইদাসের ইন্ডিয়ান সুপার লিগে খেলা কঠিন।
রবিবারের নিলামে তাঁকে কিনেছে নীতা অম্বানির পাড়ার টিম মুম্বই সিটি এফ সি। কিন্তু পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তাতে সম্মানের লড়াইয়ে বিষয়টি আইন-আদালতে না চলে যায়! কারণ যুদ্ধটা আর লাল-হলুদ এবং তাদের সঙ্গে চুক্তিবদ্ধ বজবজের ফুটবলারের মধ্যে আবদ্ধ নেই। তা ঘুরিয়ে হয়ে দাঁড়িয়েছে ফেডারেশন বনাম আইএফএ-র। টোলগে ওজবে বা স্নেহাশিস চক্রবর্তীর চুক্তি-বিতর্কের সময় যা হয়নি।
প্রতিশ্রুতিমান ফুটবলারটি অবশ্য নিজেই পুরো বিষয়টি জটিল করেছেন নানা রকম মন্তব্য করে, আইএফএ-র সভা এড়িয়ে গিয়ে এবং তা গুরুত্ব না দিয়ে। বুধবারও প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সভায় ডাকা সত্ত্বেও আসেননি দু’দিন আগের নিলামে আঠারো লাখ টাকায় বিক্রি হওয়া মিডিও। পরপর দু’বার এ রকম আচরণ করায় এবং রাজ্য সংস্থাকে এড়িয়ে সরাসরি ফেডারেশনের দ্বারস্থ হওয়ায় অবিনাশের উপর প্রচণ্ড ক্ষিপ্ত বাংলার ফুটবল কর্তারা। তাঁকে শেষ বার ডাকা হচ্ছে কাল বৃহস্পতিবার। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, ‘‘আমরা কারও পা থেকে ফুটবল কাড়তে চাই না। কিন্তু কোনও ফুটবলার বা তাঁর সঙ্গে থাকা কেউ আইএফএ-কে অসম্মান করবে এটাও হতে দেব না। বৃহস্পতিবার শেষ সুযোগ দেওয়া হচ্ছে অবিনাশকে।’’