ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট জেতা আটকে গেলেও কীর্তি গড়ার দিক থেকে পিছিয়ে থাকলেন না বিরাট কোহালি। এ দিন টানা ৯টি সিরিজ জিতে তিনি ধরে ফেললেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং-কে। ২০০৫-এর অক্টোবর থেকে ২০০৮-এর জুন পর্যন্ত টানা ৯টি সিরিজ জিতেছিল পন্টিংয়ের অস্ট্রেলিয়া। কোহালির ভারত ২০১৫ সালের অগস্ট থেকে ২০১৭-র ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সমসংখ্যক সিরিজ জিতে ফেলল।
পন্টিংয়ের অস্ট্রেলিয়ার সঙ্গে আরও একটা দিক থেকে কোহালির ভারত সমান-সমান। পন্টিংদের ৯টি সিরিজ জয়ের মধ্যে ৬টি ছিল নিজেদের দেশে। ৩টি বিদেশে। কোহালিদেরও তা-ই। এই সময়ের মধ্যে কোহালিরা ৩০টি টেস্ট খেলে জিতেছেন ২১টিতে। ৭টি ড্র হয়েছে, হেরেছেন ২টি টেস্টে। পন্টিংয়ের অস্ট্রেলিয়া ২৬টি টেস্টের জিতেছিল ২২টিতে। পন্টিংয়ের অস্ট্রেলিয়ার দুই প্রধান অস্ত্র ছিলেন অধিনায়ক স্বয়ং এবং পেস বোলার ব্রেট লি। এখানে অধিনায়ক কোহালি এবং আর. অশ্বিন। পন্টিং তাঁদের জয়যাত্রার সময়ে করেছিলেন ২৭৯০ রান। কোহালি এই আড়াই বছরে টেস্টে করেছেন ২৭০৭ রান। পন্টিংয়ের দলের ব্রেট লি ১৩০ উইকেট নিয়ে ছিলেন সর্বোচ্চ শিকারি। কোহালির দলের এক নম্বর শিকারি আর. অশ্বিন পেয়েছেন ১৮০ উইকেট।
যদিও রেকর্ডের মতো উজ্জ্বল দেখাল না ফিরোজ শাহ কোটলার শেষ দিনটা। ৩১-৩ অবস্থায় শেষ দিনের ব্যাটিং শুরু করে খুব বেশি দল ভারতের মাটিতে জয় আটকে দিতে পারেনি। শ্রীলঙ্কা করে দেখাল। ভারতীয় বোলারদের নিয়ে প্রশ্ন উঠলেও বেশি করে কাঠগড়ায় কোটলার বাইশ গজ। এমন নিষ্প্রাণ পিচ দেশের মাটিতে শেষ কবে দেখা গিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আকাশ চোপড়া দিল্লির ছেলে হয়ে যেমন বলেছেন, ‘‘বুঝতে পারছিলাম না, পিচ রোলার চালানো হয়েছে না রোড রোলার। এমন উইকেট কেউ চায় না। সবাই উত্তেজক ক্রিকেট দেখতে আসে।’’