Advertisement
E-Paper

‘পিচ নয়, হারিয়ে দিল মানসিকতা’

গল টেস্ট তখন শেষ হয়েছে। অধিনায়ক হিসেবে বিরাট কোহলির প্রথম টেস্ট জয়ের সম্ভাবনা ততক্ষণে শেষ। এবং শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে গল টেস্ট হারার পর সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি যে প্রসঙ্গগুলো তুললেন...ব্যাটিং বিপর্যয় নিয়ে: আমাদের দিকে যা সব প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, তা আমরা সামলাতে পারিনি। ওদের স্পিনারদের আরও স্মার্ট ভাবে খেলা উচিত ছিল। শেষ দিকে অমিত মিশ্র শুধু শট খেলার সময় পায়ের ব্যবহার করল।

চেতন নারুলা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৫ ০২:৪৩

গল টেস্ট তখন শেষ হয়েছে। অধিনায়ক হিসেবে বিরাট কোহলির প্রথম টেস্ট জয়ের সম্ভাবনা ততক্ষণে শেষ। এবং শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে গল টেস্ট হারার পর সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি যে প্রসঙ্গগুলো তুললেন...
ব্যাটিং বিপর্যয় নিয়ে: আমাদের দিকে যা সব প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, তা আমরা সামলাতে পারিনি। ওদের স্পিনারদের আরও স্মার্ট ভাবে খেলা উচিত ছিল। শেষ দিকে অমিত মিশ্র শুধু শট খেলার সময় পায়ের ব্যবহার করল। কিন্তু অন্যান্যরা এখনও শিখে উঠতে পারেনি যে এ ধরনের উইকেটে কী ভাবে খেলা উচিত। দ্বিতীয় ইনিংসে আমাদের উচিত ছিল ক্যালকুলেটেড রিস্ক নিয়ে ছোট টার্গেটটাকে তাড়া করা। আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে ভাবনাচিন্তা যেমন পরিষ্কার থাকা দরকার, তেমনই দরকার মানসিক শক্তি। চূড়ান্ত চাপের মধ্যে ক্রিকেটারের পরিষ্কার থাকা দরকার যে, সে কী চাইছে। গড়পড়তা প্লেয়ার, টিমের সঙ্গে এখানেই তফাতটা হয়ে যায়। এটা আমাদের আজ থেকে শেখা উচিত। একশো সত্তর তাড়া করাটা বড় ব্যাপার নয়, জরুরি হল নিজেদের চিন্তাভাবনাটা পরিষ্কার থাকা।
পাঁচ বোলার খেলানো নিয়ে: বাড়তি বোলার খেলানোর পিছনে ধারণাটা হল এমন একজন থাকবে যে ঝরঝরে থাকবে। যে আক্রমণাত্মক লাইনে বলটা করতে পারবে। বোলাররা কিন্তু নিজেদের কাজটা একদম ঠিকঠাক করেছে। কুড়িটা উইকেট তুলেছে। আমাদের সামনে একশো সত্তর রানের একটা টার্গেট ছিল। যার মানে, ম্যাচটা জেতার যথেষ্ট সুযোগ আমাদের ছিল। এই কম্বিনেশনে খেললে ব্যাটসম্যানদের আরও বেশি দায়িত্ব নিতে হবে। যা ওরা পারেনি।
পিচ নিয়ে: উইকেট পাল্টায়নি। যা পাল্টানোর পাল্টেছে আমাদের মানসিকতায়। দ্বিতীয় দিন সকালে যখন আমরা ব্যাট করছিলাম, সব ঠিকঠাক চলেছে। ব্যাটসম্যানদের শান্ত, আত্মবিশ্বাসী দেখিয়েছে। কিন্তু আজ দেখুন, সবাইকে দেখে মনে হল যে কোনও মুহূর্তে আউট হয়ে চলে যাবে। অহেতুক নার্ভাস হয়ে পড়লাম। দ্বিতীয় আর চতুর্থ দিনের মধ্যে এটাই তফাত। এটাই পাল্টেছে। আর কিছু আমি দেখিনি।

চণ্ডীমলের ইনিংস নিয়ে: খুব ভাল ইনিংস। পুরো কৃতিত্বটাই ওকে দিতে হবে। আমরা সবাই জানতাম যে, ও দুর্দান্ত প্রতিভাবান। শ্রীলঙ্কার হয়ে ও পারফর্ম করেও এসেছে। মাঝে একটা সময় ওর সময় ভাল যাচ্ছিল না। কিন্তু ও আবার ফিরে এসেছে।

ডিআরএস ও আম্পায়ারিং নিয়ে: ডিআরএস আমরা এই সিরিজে ব্যবহার করছি না। আর এটা নিয়ে আমি কথাও বলতে চাই না। সিরিজ শেষ হলে ভাবব। অন্য কোনও কিছুকে নয়, এমন হারের জন্য আমাদের নিজেদেরই দোষ দেওয়া উচিত। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে আমরা দ্রুত ওদের প্রথম পাঁচ উইকেট ফেলে দিলাম। কিন্তু তার সুবিধেটা নিতে পারলাম না। আমাদের উচিত ছিল ওই সেশনেই খেলাটাকে শেষ করে দেওয়া। কে না জানে, একটা খারাপ সেশনেই একটা টেস্ট ম্যাচের ভাগ্য পুরো ঘুরে যেতে পারে।

গল টেস্টের স্কোর

শ্রীলঙ্কা প্রথম ইনিংস ১৬৩
ভারত প্রথম ইনিংস ৩৭৫
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস ৩৬৭।

ভারত দ্বিতীয় ইনিংস (গত কাল ২৩-১)

ধবন ক ও বো কৌশল ২৮

ইশান্ত এলবিডব্লিউ হেরাথ ১০

রোহিত বো হেরাথ ৪

কোহলি ক সিলভা বো কৌশল ৩

রাহানে ক ম্যাথেউজ বো হেরাথ ৩৬

ঋদ্ধিমান স্টা: চণ্ডীমল বো হেরাথ ২

হরভজন ক সিলভা বো হেরাথ ১

অশ্বিন ক প্রসাদ বো হেরাথ ৩

মিশ্র ক করুণারত্নে বো কৌশল ১৫

অ্যারন ন.আ. ১

অতিরিক্ত ৪, মোট ১১২।

পতন: ১২, ৩০, ৩৪, ৪৫, ৬০, ৬৫, ৬৭, ৮১, ১০২।

বোলিং: প্রসাদ ৪-২-৪-০, হেরাথ ২১-৬-৪৮-৭, কৌশল ১৭.৫-১-৪৭-৩, প্রদীপ ৬-৩-৮-০, ম্যাথেউজ ১-০-৩-০।

galle test virat kohli virat kohli explains defeat galle test result galle test defeat virat kohli confession MostReadStories
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy