Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিশ্বকাপে দরকার বুঝে বিরাট নামবেন চারেও, ইঙ্গিত শাস্ত্রীর

শাস্ত্রী যে বিশ্বকাপকে মাথায় রেখে অঙ্ক কষা শুরু করেছেন, সেটা তাঁর কথাতেই পরিষ্কার। ভারতের হেড কোচ বলেছেন, ‘‘বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় এই নমনীয়তার প্রয়োজন আছে। দলের কৌশল নিয়ে নমনীয় থাকলে দলের ভারসাম্যটা ভাল করা যায়। ইংল্যান্ডে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।’’

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:১৭
Share: Save:

বিশ্বকাপে সে রকম পরিস্থিতি হলে বিরাট কোহালিকে চার নম্বরেও খেলতে দেখা যেতে পারে। এ রকমই ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতের হেড কোচ রবি শাস্ত্রী। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, ‘‘ভারতীয় দলের ব্যাটিং লাইনের প্রথম তিন জনকে নিয়ে সুবিধেটা হল, ওদেরকে প্রয়োজনে আলাদা করা যায়। যেমন, বিরাট কোহালি চার নম্বরে চলে আসতে পারে। সে ক্ষেত্রে আমরা ভাল এক জন ব্যাটসম্যানকে তিন নম্বরে পাঠাতে পারি। তা হলে ব্যাটিংয়ের ভারসাম্যটা আরও ভাল হবে।’’

শাস্ত্রী যে বিশ্বকাপকে মাথায় রেখে অঙ্ক কষা শুরু করেছেন, সেটা তাঁর কথাতেই পরিষ্কার। ভারতের হেড কোচ বলেছেন, ‘‘বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় এই নমনীয়তার প্রয়োজন আছে। দলের কৌশল নিয়ে নমনীয় থাকলে দলের ভারসাম্যটা ভাল করা যায়। ইংল্যান্ডে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।’’

পরিবেশ, পরিস্থিতি বোলারদের অনুকূলে হলে যে এ রকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তাও বলেছেন শাস্ত্রী। তাঁর মন্তব্য, ‘‘একটা বড় প্রতিযোগিতায় স্কোর তিন উইকেটে ১৮ কি চার উইকেটে ১৬ হয়ে যাক, এমনটা কেউ চাইবে না। দ্বিপাক্ষিক সিরিজে কী হচ্ছে, তা নিয়ে আমি ভাবিত নই। কিন্তু বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় আমি কেন শুরুতে সেরা ব্যাটসম্যানকে হারানোর ঝুঁকি নেব (পিচ যেখানে বোলারদের সাহায্য করছে)?’’

আরও পড়ুন: দুটো সেবাই তো করতে চাই, দেশের আর মেয়ের​

কোহালি যদি চারে নামেন, তা হলে তিনে কে? শাস্ত্রীর জবাব, ‘‘অম্বাতি রায়ডু হতে পারে বা অন্য কোনও ভাল ব্যাটসম্যান। তবে ওপেনিং জুটিকে ভাঙা যাবে না। রোহিত শর্মা-শিখর ধওয়ন জুটি ওয়ান ডে-তে বিশ্বের অন্যতম সেরা।’’ তিনি যোগ করেন, ‘‘আমার মনে হয়, রোহিত-ধওয়ন যখন শেষ করবে, তখন ওদের সচিন তেন্ডুলকর-সৌরভ গঙ্গোপাধ্যায়, ম্যাথু হে়ডেন-অ্যাডাম গিলক্রিস্ট বা গর্ডন গ্রিনিজ-ডেসমন্ড হেনসের বিখ্যাত জুটির সঙ্গে তুলনা করা হবে।’’ পাশাপাশি শাস্ত্রী আরও জানিয়েছেন, সচিন-সৌরভই ভারতের সেরা ওয়ান ডে ওপেনিং জুটি।

আরও পড়ুন: হকি স্টিকের জাদু দেখিয়ে ভারত জয়​

তবে ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলে আবার মনে করেন, বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করা উচিত মহেন্দ্র সিংহ ধোনির। কুম্বলে এই প্রসঙ্গে বলেছেন, ‘‘খেলাটাকে ধোনির মতো খুব কম লোকই বোঝে। ও চার নম্বরে নামা মানে ম্যাচটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। একটা দিকে ৪০ ওভার পর্যন্ত ব্যাট করতে পারবে। হ্যাঁ, সব ম্যাচে ধোনি সফল হবে না। কিন্তু আমি হলে ধোনিকে চারেই পাঠাতাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE