বিশ্বকাপে সে রকম পরিস্থিতি হলে বিরাট কোহালিকে চার নম্বরেও খেলতে দেখা যেতে পারে। এ রকমই ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতের হেড কোচ রবি শাস্ত্রী। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, ‘‘ভারতীয় দলের ব্যাটিং লাইনের প্রথম তিন জনকে নিয়ে সুবিধেটা হল, ওদেরকে প্রয়োজনে আলাদা করা যায়। যেমন, বিরাট কোহালি চার নম্বরে চলে আসতে পারে। সে ক্ষেত্রে আমরা ভাল এক জন ব্যাটসম্যানকে তিন নম্বরে পাঠাতে পারি। তা হলে ব্যাটিংয়ের ভারসাম্যটা আরও ভাল হবে।’’
শাস্ত্রী যে বিশ্বকাপকে মাথায় রেখে অঙ্ক কষা শুরু করেছেন, সেটা তাঁর কথাতেই পরিষ্কার। ভারতের হেড কোচ বলেছেন, ‘‘বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় এই নমনীয়তার প্রয়োজন আছে। দলের কৌশল নিয়ে নমনীয় থাকলে দলের ভারসাম্যটা ভাল করা যায়। ইংল্যান্ডে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।’’
পরিবেশ, পরিস্থিতি বোলারদের অনুকূলে হলে যে এ রকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তাও বলেছেন শাস্ত্রী। তাঁর মন্তব্য, ‘‘একটা বড় প্রতিযোগিতায় স্কোর তিন উইকেটে ১৮ কি চার উইকেটে ১৬ হয়ে যাক, এমনটা কেউ চাইবে না। দ্বিপাক্ষিক সিরিজে কী হচ্ছে, তা নিয়ে আমি ভাবিত নই। কিন্তু বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় আমি কেন শুরুতে সেরা ব্যাটসম্যানকে হারানোর ঝুঁকি নেব (পিচ যেখানে বোলারদের সাহায্য করছে)?’’