Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টেস্ট জিতে বিরাট চান বোল্ট দেখতে

একটু ফাঁক পেলেই বিরাট কোহালিরা এখন একটা কাজ করছেন। যতই টেস্ট সিরিজ চলুক। যতই রস্টন চেজের মহাকীর্তিতে ওয়েস্ট ইন্ডিজ বিরাটদের দ্বিতীয় টেস্ট জয় আটকে দিয়ে থাকুক।

.

.

চেতন নারুলা
সেন্ট লুসিয়া শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০৩:৩৯
Share: Save:

একটু ফাঁক পেলেই বিরাট কোহালিরা এখন একটা কাজ করছেন।

যতই টেস্ট সিরিজ চলুক। যতই রস্টন চেজের মহাকীর্তিতে ওয়েস্ট ইন্ডিজ বিরাটদের দ্বিতীয় টেস্ট জয় আটকে দিয়ে থাকুক। কাজটা টিম ইন্ডিয়ার ‘টু ডু’ তালিকা থেকে বাদ যাচ্ছে না।

ভাল করে বললে, ‘টু ওয়াচ’ তালিকা থেকে। সময় পেলে তো বটেই, প্রয়োজনে সময় বার করে কোহালিরা বসে পড়ছেন রিও অলিম্পিক্স দেখতে।

মঙ্গলবার থেকে সেন্ট লুসিয়ায় তৃতীয় টেস্ট শুরু হচ্ছে। রস্টন চেজের টেস্ট বাঁচানো সেঞ্চুরির পর যে বিরাটদের কাজ কঠিন হয়ে গেল, তা নিয়েও কোনও সন্দেহ নেই। ভিভ রিচার্ডস তো বলেই দিয়েছেন, ‘‘বহু দিন কোনও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানকে চেজের মতো ইনিংস খেলতে দেখিনি। আমাদের টিমে এমন কিছু সিনিয়র আছে যারা রান করে না কিন্তু প্রচার ঠিক নিয়ে চলে যায়। সেখানে নতুন এই ছেলেটা সাহসী একটা ইনিংস খেলে গেল। এমন ইনিংস, যা ওয়েস্ট ইন্ডিজের সমস্ত ক্রিকেট ফ্যানকে গর্বিত করবে।’’

কোহালির অবশ্য চেজের বাইরেও একজনকে নিয়ে ভাবতে হচ্ছে। না, তিনি কোনও ক্যারিবিয়ান প্রতিপক্ষ নন। তিনি— উসেইন বোল্ট। যাঁর দৌড় দেখতে এখন থেকেই তৈরি হচ্ছেন কোহালি। ভাবতে হচ্ছে, কোনও অবস্থাতেই যাতে বোল্টের দৌড় মিস না হয়ে যায়।

‘‘আমরা তো সবাই অ্যাথলিট। অলিম্পিক্স নিয়ে আমাদের আগ্রহও প্রচুর,’’ সোমবার বলে দিয়েছেন বিরাট। সঙ্গে যোগ করেছেন, ‘‘আমরা চেষ্টা করছি যতটা সম্ভব গেমস দেখতে। সময় বার করে দেখছি। উসেইন বোল্ট যেমন ১৪ অগস্ট নামছে। আমাকে তো ওর রেস দেখতেই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli India West Indies Series Usain Bolt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE