Advertisement
২০ এপ্রিল ২০২৪
Virat kohli

‘সচিন, লারা, পন্টিংয়ের সঙ্গে একই বন্ধনীতে রাখব কোহালিকে’

তাঁর সঙ্গে নিরন্তর তুলনা চলে জো রুট, স্টিভ স্মিথদের। চুলচেরা বিশ্লেষণে কোনও বিশেষজ্ঞ এগিয়ে রাখেন রুট-স্মিথকে, তো কেউ এগিয়ে রাখেন তাঁকে। তিনি, ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহালি এ বার পেলেন অন্যতম সেরা স্বীকৃতি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৪১
Share: Save:

তাঁর সঙ্গে নিরন্তর তুলনা চলে জো রুট, স্টিভ স্মিথদের। চুলচেরা বিশ্লেষণে কোনও বিশেষজ্ঞ এগিয়ে রাখেন রুট-স্মিথকে, তো কেউ এগিয়ে রাখেন তাঁকে। তিনি, ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহালি এ বার পেলেন অন্যতম সেরা স্বীকৃতি। রুট-স্টিভদের সঙ্গে নয়, বিরাটকে একেবারে সচিন, লারা, পন্টিংয়ের সঙ্গে একাসনে বসিয়ে দিলেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক স্টিভন ফ্লেমিং।

ফ্লেমিংয়ের মতে, “আস্তে আস্তে সচিন, লারা, পন্টিংদের পর্যায়ে নিজেকে নিয়ে যাচ্ছে কোহালি। ওর বয়স কম। এখনও অনেক ক্রিকেট বাকি আছে ওর মধ্যে। তবে যদি শুধু স্কিলের কথা বলতে হয়, তা হলে এখনই সচিনদের সঙ্গে এক বন্ধনীতে রাখা যায় ওকে।”

এই মুহূর্তে ফর্মের শিখরে থাকা কোহালিকে কী ভাবে বিপদে ফেলতে পারে বোলাররা? ফ্লেমিংয়ের পরামর্শ, “কোহালিকে টানা দুরন্ত লাইন লেংথে বল করে যেতে হবে। তবে অন্য ব্যাটসম্যানদের কথা ভুলে শুধুমাত্র কোহালির কথা ভাবলে ভুল হবে। এই ভুলটাই সচিনের ক্ষেত্রে করত বোলাররা।”

আরও পড়ুন- নেই কোহালি, ডেভিলিয়ার্স, ম্যাকালামের বিশ্বসেরা একাদশ নিয়ে বিতর্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Stephen F Virat Koh Joe Root
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE