Advertisement
E-Paper

উল্টো দিকে কে, ভয় না পেয়ে সেরাটা দাও

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচের বাকি আর মাত্র বাহাত্তর ঘণ্টা। তার আগে আটলেটিকো দে কলকাতার কোচের একটাই টোটকা, লিউনবার্গ-নবিদের ভয় না পেয়ে নিজেদের খেলায় মনোযোগ দিতে। বৃহস্পতিবার অনুশীলনের পরে সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার আগে কোচের টিম-টক ফাঁস করলেন দলের স্প্যানিশ ফরোয়ার্ড আর্নাল লিবার্ট।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৪ ০৩:২৯
গার্সিয়ার প্রাণপাত। প্র্যাকটিসে বৃহস্পতিবার। ছবি: শঙ্কর নাগ দাস

গার্সিয়ার প্রাণপাত। প্র্যাকটিসে বৃহস্পতিবার। ছবি: শঙ্কর নাগ দাস

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচের বাকি আর মাত্র বাহাত্তর ঘণ্টা। তার আগে আটলেটিকো দে কলকাতার কোচের একটাই টোটকা, লিউনবার্গ-নবিদের ভয় না পেয়ে নিজেদের খেলায় মনোযোগ দিতে। বৃহস্পতিবার অনুশীলনের পরে সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার আগে কোচের টিম-টক ফাঁস করলেন দলের স্প্যানিশ ফরোয়ার্ড আর্নাল লিবার্ট। একান্তেই আনন্দবাজারকে আটলেটিকো ফরোয়ার্ড বলেন, “কোচ আমাদের বলছে, ‘তোমাদের উল্টো দিকে কে আছে, তা নিয়ে ভাববে না। কাউকে ভয় পাবে না। নিজেদের শক্তিটা প্রয়োগ করবে আর সেরাটা দেওয়ার চেষ্টা করবে। ভাল করে খেলবে।’ কোচের টোটকা মেনে আমরা তৈরি রবিবারের জন্য।”

স্পেনের নামী ক্লাব এস্প্যানিয়লের ‘বি’ দল থেকে শুরু করে গোটা কেরিয়ারে সেন্টার ফরোয়ার্ডে খেলে এসেছেন লিবার্ট। তবে বৃহস্পতিবার অনুশীলনে উইংয়েই বেশিরভাগ ব্যবহার করা হয় লিবার্টকে। কিন্তু পছন্দের পজিশনে খেলতে না পারলেও কোনও সমস্যা নেই লিবার্টের। বলেন, “আমি গোল করতে ভালবাসি সেটা ঠিক। আমি ফরোয়ার্ড সেটাও ঠিক। কিন্তু কোচ যদি মনে করেন দলের স্বার্থে আমায় অন্য কোনও পজিশনে খেলাবেন তা হলে কোনও অসুবিধা নেই।” এত কম সময় ভারতীয়দের সঙ্গে মানিয়ে নিতেও কোনও সমস্যা নেই লিবার্টের। বরং মাদ্রিদের প্রাক্ মরসুমের পরে দলে আরও একাত্মতা বেড়েছে, সেই কথাই মেনে নিচ্ছেন লিবার্ট। বলেন, “সাইপ্রাসে যখন ঘরোয়া ফুটবলে খেলতাম তখন সেখানে একসঙ্গে অনেক দেশের ফুটবলার ছিল। এখানেও অনেক ভারতীয় ফুটবলার। কিন্তু মাদ্রিদে একসঙ্গে থেকে এখন অনেক বোঝাপড়া বেড়েছে। একে অপরের সঙ্গে মানিয়ে নিতে কোনও অসুবিধা হচ্ছে না।” সঙ্গে তিনি যোগ করেন, “আমাদের দলে আইকন ফুটবলার বলে কিছু নেই। সবাই এক। আমরা এক সঙ্গেই কলকাতাকে জেতাতে চাই।”

গরম ও তীব্র আর্দ্রতার মধ্যে অ্যাস্ট্রোটার্ফে প্র্যাকটিস করতে হচ্ছে আটলেটিকোকে। তাতেও খুূব বেশি চিন্তিত নন উয়েফা ইউরোপা লিগ খেলা লিবার্ট। “অ্যাস্ট্রোটার্ফে খেলাটা যেমন আমাদের জন্য কঠিন হবে, তেমন অন্য দলগুলোও সমস্যায় পড়বে।” আনেলকা না খেলতে পারলেও, মুম্বইয়কে সমীহ করছেন লিবার্ট। “ভাল ফুটবলারদের বিরুদ্ধে খেলতে ভাল লাগে। কিন্তু আনেলকা না খেললেও ওরা তৈরি।”

বৃহস্পতিবার প্রথম পনেরো মিনিটের পরে ক্লোজড-ডোর অনুশীলন করে আটলেটিকো। গোটা অনুশীলনেই দুই গ্রুপে ভাগ করে সিচুয়েশন প্র্যাকটিস করান হাবাস। প্রতিটা ফুটবলারের ক্রসিং, পাসিং, শু্যটিং, পজিশনিং সব কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন স্প্যানিশ কোচ। মাঝে মাঝে আবার তাঁর চিত্‌কারও শোনা যায়, “ঠিক করে পাস করো। বল দখলে রাখো।” এক ঘণ্টার অনুশীলনে আবার ছোট জায়গার মধ্যে বল পাস দিতে বলেন গার্সিয়া-হোফ্রেদের। সেন্টার লাইনের একটা দিকে মোবাইল বার পোস্ট এনে মাঠের পরিধি কমিয়ে প্লেয়ারদের পাস দেওয়া নেওয়া প্র্যাকটিস করান স্প্যানিশ কোচ।

মুম্বইয়ের বিরুদ্ধে এ রকম পাসিং ফুটবলই কি দেখা যাবে? লিবার্টের জবাব, “শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ব। আমার মনে হয় তিকিতাকা খেলার থেকেও জরুরি জয়। আমি বিশ্বাস করি ভাল খেলার আগেও ম্যাচ জিততে হবে। প্রথম ম্যাচ সব সময় ফাইনালের মতো।” লিবার্টের সঙ্গে একমত রাকেশ মাসিও। দলের ভারতীয় মিডিও বলেন, “আমাদের প্রস্তুতি ভাল চলছে। কোচ আমাদের বুঝিয়ে দিচ্ছে কী রকম করে খেলতে হবে। আশা করছি মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়েই শুরু করব।”

isl football mumbai city fc anelka sports news online sports news fear best performance opposite side india
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy