ইচ্ছাশক্তি, মনের জোর ও শেষ পর্যন্ত লড়াই করার তাগিদ। এই তিনের মিশেলে সমীর বন্দ্যোপাধ্যায়কে উইম্বলডনে ইতিহাস গড়তে দেখল টেনিস দুনিয়া। তবে অনেকেই পড়লে চমকে যাবেন যে প্রশিক্ষক ছাড়াই জুনিয়র উইম্বলডন জিতে নজির গড়ে ফেলেছে এই বঙ্গ সন্তান।
ভিক্টর লিলোভকে ৭-৫, ৬-৩ ব্যবধানে হারিয়ে দেওয়ার পর সেটা অকপটে স্বীকার করে নিল ১৭ বছরের বিস্ময় বালক। খেলার শেষে উইম্বলডনের ওয়েব সাইটে দেওয়া সাক্ষাৎকারে সমীর বলে, “আমার প্রশিক্ষক কার্লোস এস্তেভানের স্ত্রী প্রতিযোগিতা শুরু হওয়ার আগে কোভিডে আক্রান্ত হয়ে পড়েছিলেন। তাই শেষ পর্যন্ত কাকাকে সঙ্গে নিয়ে উইম্বলডন খেলতে এসেছিলাম। কাকা তো আর পেশাদার কোচ নন। তবুও শেষ মুহূর্তে আমাকে সঙ্গ দিতে চলে আসেন। তাই এ বার থেকে কাকাকে সঙ্গে নিয়েই সব জায়গায় খেলতে যাব।”