Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Sports News

উইলিয়ামসের গানে শুরু হয়ে গেল রাশিয়া বিশ্বকাপ

ছোট্ট ১৫ মিনিটের উদ্বোধন অনুষ্ঠান। তাতেই নানান চমক জড়িয়ে থাকল। রবি উইলিয়ামস মাতালেন, ‘লেট মি এন্টারটেইন ইউ’র সুরে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: রয়টার্স

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: রয়টার্স

শেষ আপডেট: ১৪ জুন ২০১৮ ২০:৩৯
Share: Save:

ঢাকে কাঠি পড়ে গেল ফিফা বিশ্বকাপের রাশিয়ার মাটিতে। স্টেডিয়ামের আনাচ-কানাচ থেকে উঁকি দিচ্ছে ৩২টি দেশ।

আর কিছু ক্ষণ পরেই তো সবাই সবার দেশের। লড়াই। বিশ্বযুদ্ধ। তার আগে বিশ্বকাপের উদ্বোধনে হাতে হাত।

স্পেস শিপে চড়ে শুরু হয়ে গেল বিশ্বকাপের উদ্বোধন। তার পরই ম্যাসকট সঙ্গে নিয়ে মাঠে হাজির ব্রাজিলিয়ান রোনাল্ডো। হাততালিতে তখন ফেটে পড়েছে ৮০ হাজারের গ্যালারি। আজও যে এই রোনাল্ডোর চাহিদা তুঙ্গে ফুটবলপ্রেমীদের মনে তার প্রত্যক্ষ প্রমাণ বৃহস্পতিবারে সন্ধেয় মস্কোর লুঝনিকি স্টেডিয়াম।

ছোট্ট ১৫ মিনিটের উদ্বোধন অনুষ্ঠান। তাতেই নানান চমক জড়িয়ে থাকল। রবি উইলিয়ামস মাতালেন, ‘লেট মি এন্টারটেইন ইউ’র সুরে। এর পর ‘ফিল’, ‘এঞ্জেলস’এ মোহিত হয়ে থাকল গোটা স্টেডিয়াম। গান গাইতে গাইতেই মাঠ ছাড়লেন রবি। তত ক্ষণে স্টেডিয়ামের টানেলে লাইন আপ শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দুই দলের। তার মধ্যেই নিজেদের ভাষণে বিশ্বকাপকে স্বাগত জানিয়ে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনিও।

আরও পড়ুন: ইরান ফুটবল দলকে বুট দেবে না নাইকি

অসুস্থতার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারলেন না আরও এক ব্রাজিল তারকা পেলে। আগামী এক মাস এখন এই ফুটবলেই ডুবে থাকার সময়।

আরও পড়ুন: বয়স হার মেনেছে ইচ্ছাশক্তির কাছে, রাশিয়া চললেন বাঙালি দম্পতি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

World Cup 2018 FIFA 2018
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE